আমার চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো
লিখেছেন লিখেছেন বিলমারুফ ২৪ আগস্ট, ২০১৪, ০৪:১৫:০৪ রাত
এ ছবির মানুষটি হলেন গতকাল শহীদ হওয়া হামাসের মুজাহিদ মোহাম্মদ ফাজাদ। চেহারা দেখে মনে হচ্ছে, শহীদ হওয়ার পূর্বেই তিনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আর এ শহীদেরাই যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণা হয়ে থাকবেন। ইনশাআল্লাহ
ইয়া আল্লাহ!!! জানি এমন একটি দিন আসবে, যেদিন আমাকেও এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরদিনের মত বিদায় নিয়ে চলে যেতে হবে। আর সেই চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো হে দয়াময় রাব্বুল আলামীন।
Nizam Bin Rafique
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়া আল্লাহ!!! জানি এমন একটি দিন আসবে, যেদিন আমাকেও এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরদিনের মত বিদায় নিয়ে চলে যেতে হবে। আর সেই চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো হে দয়াময় রাব্বুল আলামীন।
সত্যিই হিংসা করার মত!!
মন্তব্য করতে লগইন করুন