চামচাগীরীর একটা সীমা থাকা উচিত!!!!

লিখেছেন লিখেছেন বিলমারুফ ১৫ আগস্ট, ২০১৪, ১০:০০:৩২ রাত



আমি ব্যক্তিগত ভাবে বঙ্গবন্ধুকে Respect করি, তাই বলে এই নয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া সাহাবী, তাও আবার মুতার যুদ্ধে শহীদ সাহাবী আর সকল মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা তথা বাকশালের স্বপ্নদ্রষ্ঠা শেখ মুজিবের খুন হওয়া একই জিনিস বলে মনে করি!!!

হায়রে ইমাম!!!

কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার দরবারে তোমাকে যে হাজির হতে হবে, সেদিনের জন্য কি তোমায় ভয় হয় না।

আল্লাহ পাক তোমায় হেদায়াত দান করুন। আমিন

Nizam Bin Rafique

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254680
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাম্বার ওয়ান বলদ একটা এই বলদের চেহারা দেখলেই আমার ঘৃন্না হয়
254684
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভাই youtube লিংকটা এডিট করে দিন।
254687
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
বিলমারুফ লিখেছেন : Thanks sister, নুর আয়শা আব্দুর রহিম
254688
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঙ্গালির বিদ্যা নাই,বুদ্ধি নাই কিন্তু তৈল আছে। হরপ্রসাদ শাস্ত্রির এই উক্তি কে আবারও প্রমান করলেন এই খতিব!!
254697
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:২১
একপশলা বৃষ্টি লিখেছেন : আমি অবাক নই! যাদের কৃপায় এই মসনদে বসতে পেরেছেন তাদের প্রতি এমন কৃতজ্ঞতা প্রদর্শন প্রভুভক্তির উত্তম উপমা!
254704
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:২৮
সুন্দরের আহবান লিখেছেন : এ যুগে যদি মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইর আগমণ ঘটতো তবে সম্ভবত তারা এমন অবস্থায় সালু মৌলভীকে ওস্তাদ মানতো।
254707
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:৩১
সরল কথা লিখেছেন : এদেরকেই বলে দরবারি আলেম।
শুধু একজন না এরকম হাজার হাজার গোলাম তৈরী করে ফেলেছে সেকুলাররা।
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:১৫
198463
মোঃ আকরাম হক লিখেছেন : ১০০% একমত।
254719
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:১৫
মোঃ আকরাম হক লিখেছেন : আগে গুলিস্তান/মতিঝিল গেলে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ার চেষ্টা করতাম। এখন ওখানে যেতেই ইচছা করে না এসব চামচাদের কারণে।
254727
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:৩৬
চিরবিদ্রোহী লিখেছেন : আরে ভাই বুঝেন না কেন, এসব তো বলতেই হবে, এসব না বললেই যে নয়!!!! After all; মেওয়া তো খেতে হবে, খাওয়ার রাস্তার তৈরি করতে হবে না!!!

আর উনি তো বলেছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন (শামীম আপজাল এই উপাধিই দিয়েছেন শেখ সাহেবকে) ও তার আহলে বাইতদের উদ্দেশ্যে। ওনাদের কাছে শেখ সাহেব কোন পয়গম্বরের চেয়ে কম নাকি!
১০
254731
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:৪৮
মাহফুজ আহমেদ লিখেছেন : ধর্ম কর্ম গোলায় যাক।আমার চাকুরী বাচাঁনো দরকার!!হায়রে চামচা!
১১
254738
১৬ আগস্ট ২০১৪ রাত ১২:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : নাম্বার ১ দালাল
১২
254866
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৯
আবু জান্নাত লিখেছেন : যেমন মুনীব তেমন গোলাম। মুনীব বলে ছিলেন "এই নৌকা নূহ আ. এর নৌকা" জানি না উনি কি মুজিব কে নূহ আ. মনে করেছিলেন কিনা! (নাউযুবিল্লাহ)। তাই গোলাম ও সেরাম...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File