ধর্ম নিরাপক্ষবাদীরা চরম মিত্যাবাদী! ধর্ম নিরাপক্ষতার কথা বলে তারা সবচেয়ে বেশি ধর্মে বিরোধ সৃষ্টি করে, আমি মৌলবাদী কারন মৌলবাদী শব্দের অর্থ আমি জানি,

লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ মার্চ, ২০১৩, ০২:৫৩:৫৫ রাত

ধর্ম নিরাপক্ষতাবাদের কথা বলে যারা ধর্ম যার যার দেশ সবার শ্লোগান মুখর হয়, সেই তারা'ই আবার ইসলাম ধর্ম পালনে বাঁধা দেয়।

ইসলাম ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, ইসলামী জীবন গড়, ইসলামী পরিবার গড়, ইসলামী সমাজ গড়, ইসলামী দেশ গড়।

ইসলামী জীবন, ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী দেশ। গড়ার চেষ্টার পথে প্রতিনিয়ত ধর্ম নিরাপক্ষতাবাদের কথা বলে ইসলাম ধর্ম পালন করতে সরাসরি বাঁধা দিচ্ছে!!!

ধর্মের পক্ষে কথা বললে বলা হচ্ছে মৌলবাদী,

মৌলবাদী বললে অনেখে বিব্রতবোধ করেন! কিন্তু আমি ধর্মের পক্ষে বলছি, এবং আমি বলছি আমি মৌলবাদী, কারন মৌলবাদী শব্দের অর্থ আমি জানি, মৌলবাদী অর্থ মূলনীতি অনুসরন করা, আর আমি ইসলাম ধর্মের মুলনীতি গুলো অনুসরন করার চেষ্টা করি!

যদি ইসলাম ধর্মের মূলনীতি অনুসরন করা না হয় সে মুসলিম নয়,

কারন মুসলিম শব্দের অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে স্বম্পর্ণ করা, এক কথায় আল্লাহর আদেশ নিষেদ গুলো মেনে চলার নাম ইসলাম।

ধর্ম নিরাপক্ষবাদীরা চরম মিত্যাবাদী!

ধর্ম নিরাপক্ষতার কথা বলে তারা সবচেয়ে বেশি ধর্মে বিরোধ সৃষ্টি করে, রাজনৈতিক পায়দা লুট করার জন্য ধর্মদ্রোহীদের ও তারা লালন পলন করে,

বিশেষ করে ইসলাম বিদ্ধেষী হলেতো কথা'ই নাই!

ধর্ম নিরাপক্ষতাবাদকে আদর্শ হিসাবে না নিয়ে ধর্মকে আদর্শ হিসাবে নিন, সে ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ, যে ধর্ম'ই হোক, দেখবেন বেশির ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে।

কেন? ধর্মের পক্ষে থাকলে কি সব ধর্মের অধিকার নিশ্চিত করা যায়না? আমার মনে হয় ধর্মের পক্ষে থেকেও সব ধর্মের অধিকার নিশ্চিত করা যায়,

শুধু মাত্র মানসিকতার প্রয়োজন।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File