ইসলামীরাজনীতি,ইসলামী রাষ্ট্র কেন?এটাকি শুধু জামাত-শিবিরের বিষয় নাকি সব মুমীনেরই ঈমানের বিষয়?

লিখেছেন লিখেছেন মুক্তমন ২৯ মার্চ, ২০১৩, ০২:০৪:৪২ রাত

নবীজিকে মক্কার কাফেরশাসকগোষ্ঠী প্রস্তাব করেছিল হে মুহাম্মদ!তোমার জন্যে এই কাবাঘর দিয়ে দিচ্ছি-তুমি এতে তোমার সঙ্গী-সাথীদের নিয়ে নিশ্চিন্তে ধর্মকর্ম কর কিন্তু বাইরে সমাজ নিয়ে কথা বলতে এসো না,ইত্যাদি ইত্যাদি-তখন আল্লাহর রসুল কি করেছিলেন?প্রিয় বন্ধুরা, ইসলামী জীবনবিধানকে নিছক ধর্ম বলে ইসলামবিদ্বেষীশাসকগোষ্টী সহ কিছু জ্ঞানপাপীরা আজ নানান খোড়া যুক্তি দিয়ে ধর্মকর্ম-রূপী কিছু আচার-অনুষ্টানের মধ্যে মুসলমানদের আবদ্ধ রেখে চরম বিভ্রান্তিতে অচ্ছন্ন রেখে ইসলামী আইনে সামাজিক ন্যায়বিচার,আদল-ইনসাফ এর পরিবর্তে ওরা ওদের মতো করে সমাজ-রাষ্ট্রকে লুটে-পুটে-খেয়ে,জুলুম-অবিচার করে,দুর্নীতি-দুঃশাসনের অনলে মানুষকে জ্বালাতে চায়।কেননা ইসলামীখেলাফত-হুকুমাত চললেতো ওরা নিজেরাই প্রথমে চোর-বাটপার,দুর্নীতিবাজ হিসেবে আদালতের কাঠগড়ায় এসে দাড়াতে হবে,ক্ষমতার মসনদে থাকবে সমাজের সৎ-যোগ্য,ন্যায়-নীতিবান জনগোষ্ঠী।

সংশ্লিষ্ট সকলের জন্যে বিনীত আবেদন-ইসলাম,কোরআন-হাদীস-এসব কোন ইসলামীদলের বা কোন পীর সাহেব বা কোন ব্যাক্তির পৈত্রিক সম্পত্তি নহে বা কেউ ইসলামের একক এজেন্সীশীপ নিয়ে আসেননি যে অমুক দল বা অমুক ইসলামীরাজনীতির কথা বলছে,কেন বললো?ধর্ম রাষ্ট্র কি এক হতে পারে?ধর্মকে রাজনীতিতে কেন?ইত্যাদি নানান কথা বলে যে মুর্খতার পরিচয় দিচ্ছেন আর নিজেতো বিভ্রান্তিতে ডুবে আছেনই সমাজকে,রাষ্ট্রকেও বিভ্রান্তিতে ডুবিয়ে মারছেন!তাই বিনীতভাবে বলছি-মহান আল্লাহ প্রদত্ত আলকোরআন,রসুল সাঃএর সুন্নাহ-আল-হাদীস সরাসরি পড়ুন-বুঝুন-তারপর দেখুন না ইসলাম কি মানুষের পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম নাকি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মের মতো নিছক কোন ধর্ম।ইসলাম কি শুধু নামাজ-রোজা-হজ্জ-যাকাত পালন করলেই হয়?নাকি ব্যবসা-বানিজ্য,চাকরী,আইন আদালত,সমাজ-রাষ্ট্র সর্বত্র কোরআনের অনুশাসন মেনে চলার নামই ইসলামীজীবন-আর এ জীবন যাপন করা প্রত্যেক মুমীনের জন্যে ফরজ।মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন-সুন্নাহ বুঝে পড়ে ইসলাম বোঝার তৌফিক দিন,কারো কথায়,কারো প্ররোচনায় নহে প্রকৃতভাবেই সরাসরি কোরআন-হাদীস বুঝে পড়ে সেভাবে মুমীনজীবন যাপন করারও তৌফিক দিন।---আমীন।।

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File