জনাব মডারেটর,টুডে ব্লগএর নীতিমালা,পোষ্ট তুলে নেয়া ইত্যাকার বিষয়ে একটি এডিটরিয়াল পোষ্ট থাকলে ভাল হয়।
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৮ এপ্রিল, ২০১৩, ১১:০৩:০৮ রাত
জনাব মডারেটর,টুডে ব্লগএর নীতিমালা,পোষ্ট তুলে নেয়া ইত্যাকার বিষয়ে একটি এডিটরিয়াল পোষ্ট থাকলে ভাল হয়।আমার মনে হয় সাধারণত কোন ব্লগার বন্ধু নীতিমালা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করবেন না।আমরা সবাই সবসময়ই মেনে চলার চেষ্টাকরি এবং অবশ্যই মেনে চলব।
আজকে-ইসলাম নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়ে মহলবিশেষ ফ্যাৎনা-ফ্যাসাদ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তা নিরসনকল্পে সম্মানিত উলামা-মাশায়েখগন সহ সংশ্লিস্ট সকলের করণীয় শীর্ষক একটি পোষ্ট লিখলামঃ "ইসলাম,ইসলামী আইন মধ্যযুগীয়-বর্বর নহে বরং সার্বজনীন-সুসভ্য-সর্বাধুনিক-বিষয়টি জাতির সামনে পরিষ্কার করুন" তথ্য-উপাত্ত দিয়ে লিখলাম।পাবলিশ করলেন।কিছুক্ষণ পর দেখলাম নীতিমালা ভঙ্গ করার দায়ে পোষ্টটি তুলে নেয়া হয়েছে।জানতে বা বুঝতেই পারলাম না কোন নীতিমালা ভঙ্গ করা হলো।তাই বিনীত অনুরোধ একটি এডিটরিয়াল পোষ্ট যাতে আপনাদের নীতিমালাগুলো সবসময় উল্লেখ থাকবে-পাবলিশ করা যায় কিনা বিবেচনার অহবান জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন