সম্পূর্ণ নিরস্ত্র নিরীহ,তসবীহ-জায়নামাজ হাতে-এরা এতই ভয়ংকর মনে হলো যে অন্তত:একটি রাতও ধৈর্য ধরা গেল না!

লিখেছেন লিখেছেন মুক্তমন ১০ মে, ২০১৩, ০১:৫৭:৩৫ রাত



আল্লাহএবং রসুলপ্রেমিক আলেম উলামাগণ, মাদ্রাসার নিরীহ ছাত্র সহ সাধারণ মুসুল্লিদের মহাজমায়েতে-গভীর রাতে ক্লান্ত-শ্রান্ত কেউ ঘুমন্ত,কেউ জিকিররত,কেউ নামাজরত এমন একটি মহাসমাবেশে এমন মহাতান্ডব!ঈমান রক্ষার আন্দোলনে গভীর রাতের এ হত্যাযজ্ঞ !আমাদেরই প্রিয় বাংলাদেশে?ভাবতেই পারছি না!

সম্মানিত আলেম-উলামাদের সাথে আলাপ-আলোচনা করে কি শান্তিপূর্ণভাবে বিদায় করা যেত না?

পিলখানাতে অবরুদ্ধ বীরসেনানী ও তাদের পরিবারের হাজার ফরিয়াদ সত্বেও সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধেঅভিযান চালানো হলো না! মেসাখারের ভয়ে ধৈর্য ধরা হলো! আর এরাতো নবীগণের উত্তরাধিকারী আলিম-উলামা-মাশায়েখ-আল্লামা-মুফতি-হাফেজে কোরআন-সম্পূর্ণ নিরস্ত্র নিরীহ,তসবীহ-জায়নামাজ হাতে এসেছেন! এরা এতই ভয়ংকর মনে হলো যে অন্তত:একটি রাতও ধৈর্য ধরা গেল না!এরাতো সন্ত্রাসী-লুন্ঠনকারী-জঙ্গী নহে।তবে কেন এ ভয়াবহ নিষ্ঠুর-বর্বর মহাতান্ডব?আমাদেরই আলেমগণের সাথে কেন এ র্ববর নিষ্ঠুর আচরণ?চরমতম বেয়াদবী..জঘন্যতম মানবতাবিরোধী আচরণ? মহান আল্লাহর কাছে কি জবাব দেব আমরা?আমরা কেন আলেম হত্যাকারীরূপে আজ গজবের শিকার হলাম?

বিষয়: বিবিধ

১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File