ধর্ষনে গিনিজ রেকর্ড
লিখেছেন লিখেছেন আবু মাঈশা ১০ মে, ২০১৩, ০১:৪৯:৫৭ রাত
ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় ই পড়ে গেলাম। জামায়াত নেতা কামারুজ্জামান এর ফাসির আদেশের পর একটা ক্যালকুলেশন মোটেই বোধগম্য হচ্ছেনা। বুঝলাম বাংলাদেশের পরিবেশ কোন যুবক ছাওয়ালের কামনা বাসনা বিশেষ করে ১৭/১৮ বছরের ছাওয়ালের যৌবনের চাহিদা অনেক বেশীই থাকে। তাই বলে ৯ মাস মানে ২৭৫ দিনে ১৭০ টি নারীর সাথে খারাপ কাজে জোড় পূর্বক লিপ্ত হয়েছেন।প্রশ্ন হচ্ছে তাহলে উনি বাকী কাজ গুলো কখন করেছেন? আর ৯ মাসে যে ব্যাক্তিটি তার বাসনা পূর্ণ করতে গিয়ে অলমোস্ট গিনিজ রেকর্ড করে বসলেন তার কিভাবে গত ৪২ বছরে একটি বারের জন্য ও এই কামনা বাসনা মাথা চাড়া দিয়ে উঠলোনা!! যেখানে প্রায়ই দেখি প্রধান মন্ত্রীর এ পি এস থেকে শুরু করে অনেক মন্ত্রী এম পি রা ই তাদের নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করার কাজে রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হউক সেটা আওয়ামীলীগ কিংবা বি এন পি। গত ৪২ বছরে এই গোলাম আযম, সাঈদী, নিজামী, কাদের মোল্লা, কামারুজ্জামান কি এমন টনিক খেয়ে বসে আছেন যে এমন কি তাদের বউ বাচ্চা, আত্মীয় স্বজন, এমন কি কাজের মেয়ের পক্ষ থেকে ও একটি অপবাদ আসলোনা। বুঝলাম উনারা মাওলানা। আর এটা কোন স্পেশাল টনিক যে সেটা আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডি জি সাহেব নিতে পারলেন না। তিনি ও তো কাগজে কলমে বাংলাদেশের একজন সেরা আলেম, যিনি কিনা স্পেশাল একটা ইভেন্টে এরকম একটি বাজে কাজে ধরা খেয়েছেন।
প্রিয় বন্ধু এবং পাঠক ব্যাপারটি আপনাদের উপর ছেড়ে দিলাম। একটি বারের জন্য হলে ও চিন্তা করুন। দেখুন কেন আজ গোলাম আযম, সাঈদী, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলীরা তাদের টার্গেটে পরিনত হয়েছে? যারা গত ৪২ বছরে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সমাজ রাষ্ট্রে রেখেছে ইর্ষণীয় ভুমিকা। যাদের একজন ও রাষ্ট্রের ইনকাম টেক্স ফাঁকি দেয়নি, যারা ক্ষমতা পেয়ে, মন্ত্রী এম পি হয়ে ও শেয়ার বাজারে নাম লিখায় নি; গড়ে তুলেনি ছেলে কিংবা মেয়ের নামে বিশাল মার্কেট আর অট্রালিকা। যারা মন্ত্রী হওয়ার পর ও ১/১১ এর যৌথ বাহিনী খুঁজে পায়নি একটি টাকার দুর্নীতি। যাদের নামের পাশে কেউ ইচ্ছে করে ও লিখতে পারেনি কালো বিড়াল কিংবা ১০%। আর বাদ দিলাম হাল আমলের পদ্মা সেতু কিংবা সোনালী ব্যাংক কেলেন্কারী।
প্রিয় ভাই বন্ধু হতে পারেন আপনি নাস্তিক কিংবা আস্তিক কিন্তু চিন্তার এই স্বাধীনতা, আর বিচারের যোগ্যতায় আপনার অন্তরে কেউ কুলুফ মেরে দেয়নি। চিন্তা করুন একটি বারের জন্য হলেও আমার দেশের জন্য।
বিষয়: বিবিধ
২১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন