বাতাসের চেয়ে হালকা বস্তু আবিষ্কার

লিখেছেন লিখেছেন এমরান ইবনে আলী ২৯ মার্চ, ২০১৩, ০৩:০০:৪৭ রাত

পৃথিবীর সবচেয়ে হালকা ওজনের বস্তু বানানোর দাবি করেছে চীনের একদল বিজ্ঞানী। তরল জেলকে এক ধরনের গ্যাসে রুপান্তর করে বস্তুটির বানানো হয়েছে।

দেশটির হাংঝুউ প্রদেশের জেঝিয়াং বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞানীরা বলছেন, ফোম জাতীয় বস্তুটি বাতাসের চাইতেও হালকা। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

দূষণ মোকাবেলায় এই হালকা বস্তু কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। ‘গ্রাফিন অ্যারোজেল’ আর ‘কার্বোন অ্যারোজেল’ নামে তারা বস্তুটির নামকরণ করেছেন।

গবেষকদের একজন গ্যাও চ্যাও বলছেন, ‘বায়ু দুষণ, পানি পরিশোধন ও মেশিনের বাড়তি তেল ক্ষরণ থেকে বাঁচতে যেকোনো প্রযুক্তির ক্ষেত্রে অ্যারোজেল ব্যাপক কার্যকর।’

বর্তমান প্রযুক্তির ফোম জাতীয় জিনিস নিজের ওজনের তুলনায় ১০ গুণ শোষণ ক্ষমতা রাখে। আর নতুন এই বস্তুটি নিজের ওজনের নয়শ’ গুণ শোষণ করতে পারবে।

এর সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বলছেন, খুব সহজেই এটি বানানো যায় এবং ব্যবহার বাড়ানো গেলে অল্পখরচে বাজারজাতও করা যাবে।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File