প্রধান বিচারপতির যে গোপন ফোনালাপ প্রচারে একাত্তর টিভির সিডি জমা দেয়ার নির্দেশ!! লজ্জায় কাপড় চোপড়ে প্রস্রাব হবার অবস্থা......

লিখেছেন লিখেছেন কথার_খই ১২ আগস্ট, ২০১৫, ০১:৩৬:৫২ রাত



৭১ টিভি যখন একের পর এক ফোন আলাপ ফাঁস করে সরকারের দালালী করেছে তখন আপিল বিভাগ ঘুমিয়ে সরকার নামে নাক ডেকেছে!!! এখন বিচার প্রধান বিচারপতির কুহোক বা সুহোক ফোন আলাপ ফাঁস করলো তখন পরনের লুঙ্গি খুলে গ্যাছে....।

আইন কি এক জায়গায় এক এক রকম??

আইন নিজের গতি যতদিন ঠিক করতে পারবেনা ততদিন অপকর্ম চলতে থাকবে।

আমরা অতীতের ইতিহাস থেকে আরো অনেক ফোন আলাপ ফাঁসের খবরাখবর জানি.... ঐ অপকর্ম গুলোর বিচার বা জবাবদিহিতা থাকলে আজকের অপরাধ হতোনা।

বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টিভিতে প্রচারিত ‘একাত্তর জার্নাল’ টক শোর সিডি জমা দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে এই নির্দেশ প্রদান করেন।

আগামী ১৬ আগস্টের মধ্যে এই ভিডিও আপিল বিভাগে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের স্বপক্ষে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির টেলিকথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটা নিয়ে সোমবার রাতে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔ আরো ভিডিও এবং বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন। ✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335310
১২ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৪
নাবিক লিখেছেন : হু
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:০৯
277627
কথার_খই লিখেছেন : Crying
335311
১২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি যে বলেন!!!
উনারা কি মানুষ যে লজ্জা আছে।
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:০৯
277628
কথার_খই লিখেছেন : পশুতে পরিনত।
335344
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওদের কিছু হবে না, ব্রাদার। ধন্যবাদ
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:১০
277629
কথার_খই লিখেছেন : Crying Crying
335378
১২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : ওরা সবাই এক লতার কুমড়া। জনগনের কাছে আসল ঘটনা ফাঁস হয়ে যাওয়াতে নিজেদের লজ্জা ঢাকতে সিডির তলব। শেষমেষ কিছুই হবে না।
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:১০
277630
কথার_খই লিখেছেন : Rolling on the Floor
335408
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৬
বেআক্কেল লিখেছেন : সুরেন্দ্র কুমার সিনহা দুই নম্বরী ধান্ধাবাজ। তিনি মইনের আমলে দুর্নির্তি প্রমানিত হইলে পর পদত্যাগ করিতে বলিলে। তিনি পুরা রাত আদালতে বইসা থাকেন। ড। কুদাল হোসেন কে পাঠাইয়া মাফ চাইয়া চাকুরীতে বহাল থাকেন। বিচারপতির পোস্ট যদি খেটে খাওয়া মানুষের চাকুরীর পোষ্টের মত হইয়া যায়, তাহা হইলে সবই সম্ভব।
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:১০
277631
কথার_খই লিখেছেন : হহহহহহহহহহহ Rolling on the Floor Crying
335424
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩২
শুভ কবি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:১০
277632
কথার_খই লিখেছেন : Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File