প্রদীপ জ্বালো

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১২ আগস্ট, ২০১৫, ০৫:৪৯:৩৮ সকাল



জ্বলে উঠো জেগে উঠো

আর ঘুমোসনে ভাই,

গভীর রাতে আধাঁর পথে

আলোর প্রদীপ নাই।

আলোর প্রদীপ যাদের হাতে

তারাই গহীন আঁধার পথে,

টাকার কাছে প্রদীপ খানি

বিকি গেলো ভাই,

অনধকারে ডুবে মরি

বাঁচার উপায় নাই।

সামনে তাকাই পিচে তাকাই,

পাশেও দেখি আধাঁর ঘোর,

সূর্য কখন উঠবেরে ভাই

হবে কী আর ভোর?

স্বপ্ন দেখেছি যাদের নিয়ে

তারা নিজেই আধাঁর জালে,

বুজেও তবে হেলায় কেন

আসবে আলো কোন কালে?

জ্বালানীরতো অভাব নেই

শুধুই আলোর অভাব,

আলোর প্রদীপ হাতে গেলে

পাল্টে কেনো সভাব?

শৈশবে মোরা আলো চাই

স্লোগানে মেতেছিলে কত!

আলোর পদীপ হাতে পেয়ে

জ্বালিয়েছো কী তার মত?

ধিককার দাও ধিককার দাও

নিজে নিজে বদলে যাও,

আলো জ্বালাও আধাঁর নেভাও

নয়ের পথে ধাবিত হও।

হারিকেনের আলো নয়

এবার সূর্য হয়ে জ্বল,

জড় তুপান মানবে হার

আর কী চাই বল?

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335309
১২ আগস্ট ২০১৫ সকাল ০৮:১১
নাবিক লিখেছেন : দারুণ লাগলো Rose
335343
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ। ভাল লাগল, আরো লিখুন। সাথে আছি।
335422
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩২
শুভ কবি লিখেছেন : মাশাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File