রোজা রাখতে হবে??? রোজা আমার কাছে বোঝা!!! ছবি সহ দিলাম
লিখেছেন লিখেছেন কথার_খই ১৭ জুন, ২০১৫, ১১:৫৩:৫৫ সকাল
রোজা আমার কাছে আজ
হয়ে গেল বোঝা?
রোজা থাকতে হবেনা ভাবতেই
মনটা হয়ে গেল সোজা!!!
রোজা রাখতে হবে তবুও
আল্লাহর নির্দেশ মেনে,
মন আজ উৎফুল্ল রোজা
রাখার ফজিলত গুলো জেনে।
রোজার মাস শুরু হল
আছি সুদূর প্রবাসে,
পুরো মাস রোজা রাখব
মহান আল্লাহকে ভালবেসে।
রোজা শুধু রোজা নয় এটি শিক্ষা
অভাবি জনদের বুঝার জন্য,
অভাবি জনদের দুঃখ বুঝলে
আখেরাতের জীবন হবে ধন্য।
রোজা যদি হয় লোক দেখনো
পুরণ হবেনা মূল উদ্দেশ্য রোজার,
ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আদায় করতে হবে নামাজ তারাবির।
নামাজ আদায়ের সাথে সাথে
বলতে হবে সত্য কথা,
রোজা রেখে জাড়াবোনা আমরা
অনৈতিক তর্কে অযথা।
তর্ক শুধু মন্দ বাড়ায় দেখি
আমরা হরেক জনে,
তর্কে বাড়ে তিক্ত কথা
মন ভাঙ্গে নি:স প্রয়োজনে!!
রোজা রেখে সবে মিলে
প্রতিঙ্গা করি মন্দ করব দূর,
আল্লাহর পথে খুশি মনে
হয় যেন আমার শেষ সুর।
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রোজা বোঝা নয় বরং লাভ!!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমি মুসলিম! আমি রোজা থকবই
....পেয়ে যাবেন।
রোজা রাখার পর আপনার জন্য ইফতারি বরাদ্দ,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
অভাবী জনদের দুঃখ বোঝার জন্য কি রোজা রাখা হয় ?
০ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয় এবং আল্লাহ স্বয়ং এর পুরষ্কার দেবেন । ধনী গরীব , অভাবী , অবস্থা সম্পন্ন সবার উপরই রোজা রাখা ফরজ।
রোজা রাখতে হবে তবুও
আল্লাহর নির্দেশ মেনে,
মন আজ উৎফুল্ল রোজা
রাখার ফজিলত গুলো জেনে।
রোজার মাস শুরু হল
আছি সুদূর প্রবাসে,
পুরো মাস রোজা রাখব
মহান আল্লাহকে ভালবেসে।
আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে..... ধন্যবাদ মন্তব্যের জন্য।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন