আমি তোমাদেরই ১ জন........

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৭ জুন, ২০১৫, ১১:১৫:১৩ সকাল



১ টা ছোট কুকুর বা হাঁসের ছানা দেখে তুমি

আহ্লাদে গদগদ হও

কিন্তু ৫ বছর বয়সি, রোদে পোঁড়া বাচ্চাটা

যখন চকলেট বিক্রির আশায় তোমার কাছে

আসে,তুমি মুখ ফিরিয়ে নাও!

:

বহুবার বেওয়ারিশ বেড়াল বা ডানা ভাংগা

পাখিটাকে বুকে

করে ঘরে এনেছ

কিন্তু ক’বার পথে বসে কাঁদতে থাকা মানব

শিশুকে মার কোলে তুলে দিয়েছ?!

:

বানর আর হরিনের বন্ধুত্ব দেখে বাহবা

দিয়েছ,হেঁসেছ কাকের চাতুরি দেখে ভেবে

দেখনি এক জীবনে কতবার কতজনের

মন ভেঙ্গেছ?

:

কাঁদনিতো কান্না দেখে

বাঘ-কুমিরের মরন-পণ লড়াই দেখে বলেছ, উফ

কত

নিষ্ঠুর!

অথচ প্রতিনিয়ত তোমারই জাতি ভাইকে গুম

খুন করে মারা হয় রাষ্ট্র যন্ত্রের হিংসা

থাবায়!

:

আদিম পৈশাচিকতায়

সম্পদের লোভে ছেলে বাবার মাথা

ফাটায়,মা সন্তান খুন করে প্রেমিকের মুখ

চেয়ে সমস্ত কলুশতা উগরে আসে!

:

রাজনীতি, কুটনীতি

আর ব্যাক্তি স্বার্থের হাত ধরে

মুক্তিযুদ্ধে টাকে ঢাল ভেবেও নিকৃষ্টতা

ঢাকতে পারোনা,

রক্তপানে তৃষনা মেটাও

ধর্ষিত গনতন্ত্রের কথা ভুলতে পারোনা,

:

বিনদেশী প্রভুদের হুকুম কায়েম করারা

লক্ষ্যে একদল পশু, ক্যাঙারু মার্কা

আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের

শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দের ফাঁসিতে ঝুলিয়ে

শয়তানি বেশে নগ্ন উল্লাসে ফেটে পড়ে!

:

কিন্তু তবুও আমাদের বিবেক কথা বলে না!!!!

:

নেমে যাও পশুত্বের শেষ স্তরে

তবু নিজেদের তোমরা শ্রেষ্ঠ বলো(?!)বিবেক

বোধের কারনে!!!

:

আজ তোমাদের দেখে হিংস্র পশুও লজ্জা

পাবে,

সুখি হবে বিবেক না থাকায়!

:

আর আমার বড় লজ্জা কি জানো?

আমি তোমাদেরই ১ জন........

বিষয়: বিবিধ

৭৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326365
১৭ জুন ২০১৫ দুপুর ১২:১৯
কথার_খই লিখেছেন : আপনার লেখাটি পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ।
326374
১৭ জুন ২০১৫ দুপুর ১২:৩৮
আবু জান্নাত লিখেছেন : সত্যি ভাবনার বিষয়। পশ্চিমাদের মধ্যে কুকুর বিড়ালসহ পশু পাখির কদর বেশী, অথচ তারাই আফগানে ইরাকে সিরিয়ায় লিবিয়ায় লক্ষ কোটি বনী আদম হত্যা করে যাচ্ছে। ধন্যবাদ
326504
১৭ জুন ২০১৫ রাত ১১:৩৯
আফরা লিখেছেন : খুব ভাল হয়েছে কবিতা ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File