Rose স্বপ্ন দিয়ে বোনাRose বই দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে, সেই সাথে আরো বেশ কিছু বইও থাকছে

লিখেছেন লিখেছেন ব্লগারদের প্রকাশনা প্যানেল ১৭ জুন, ২০১৫, ১২:৪৮:০৭ দুপুর

স্বাধীনতাউত্তর ভিন্ন আমেজে যে কয়টি বই হাতে গুণা

তারমধ্যে অন্যতম Roseস্বপ্ন দিয়ে বোনা Rose





অনলাইন জগতের মাধ্যমে যদিও ইতিমধ্যে অনেক বই প্রকাশ হয়েছে । কিন্তু ‘স্বপ্ন দিয়ে বোনা’র মত ভিন্ন ধর্মী বই আর বের হয়নি । ১২১জন ব্লগারের বাছাইকৃত লেখা নিয়ে বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ । এই বই Good Luck ব্লগারদের প্রকাশনা প্যানেল Good Luck এর মাধ্যমে ফ্রি দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে । নীচের ঘোষণাটি লক্ষ্য করুন:

----------------------------------------------

Good Luckএকটি ঘোষণা: Good Luck

আসসালামু আলাইকুম ।

‘‘স্বপ্ন দিয়ে বোনা’’ বই দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে ।

এই বই ব্লগারদের প্রকাশনা প্যানেল এর মাধ্যমে ফ্রি দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে । যেখানে সাধারণ পাবলিক এবং ছাত্র/ছাত্রী অনায়াসে বই পড়ার সুযোগ আছে সেরকম পাবলিক লাইব্রেরী/পাঠাগার কে দেয়া হবে বই ।

স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ভিত্তিক গণপাঠাগার এবং সাধারণ পাবলিক লাইব্রেরীতে ব্লগারদের মাধ্যমেই বই দেয়া হবে ।

অর্থাৎ কেবল ব্লগারদের সুপারিশেই বই দেয়া হবে । তবে যে লাইব্রেরীর জন্য সুপারিশ করা হবে সে লাইব্রেরীর ছবি, পরিচালকের মোবাইল নং সহ আরো কিছু তথ্য সুপারিশকারীকে নিশ্চিত করতে হবে । আমাদের ফেসবুকের আইডিতে ইনবক্স করতে হবে অথবা আমাদের কাছে মেইল করতে পারেন ।

বিশেষ বিবেচনায় ফেসবুকের বন্ধুদের সুপারিশও বিবেচনা করা যেতে পারে ।

Good Luck [বি:দ্র: সর্বাবস্থায় ব্লগারদের প্রকাশনা প্যানেল’র সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।] Loser

Rose Rose ব্লগারদের Rose প্রকাশনা Rose প্যানেল’র Rose সাথে Rose একাত্মতা Rose ঘোষণা Rose করে Rose আরো Rose যাদের Rose বই Rose দেয়া Rose হবে । Rose Rose

বাহার প্রকাশনীর পক্ষ থেকে

# বই : আসমানী মেসেজ : লেখক, আহমদ রশিদ বাহাদুর, প্রতি লাইব্রেরীতে ২টি করে মোট ২০টি :

# লেখক গবেষক ও কবি: মিনহাজুল ইসলাম মো: মাছুম: তিনি একটি সাময়িকীসহ মোট ৫টি বইর ১০০ কপি দিবেন ।

অর্থাৎ ‘স্বপ্ন দিয়ে বোনা’ বইর সাথে আরো বেশ কয়েকটি বই মনোনীত পাবলিক লাইব্রেরীগুলো পাবেন ।

আরো যারা লেখক এবং প্রকাশক পাবলিক লাইব্রেরীতে ফ্রিতে বই দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

তাছাড়া কেউ ব্যক্তিগত কালেকশনের অবহেলায় পড়ে থাকা বই দিতে চাইলেও আমরা তা পাবলিক পাঠাগার সমূহকে পৌছে দিব ।

Good Luck ৩০জুন’১৫’র মধ্যে সুপারিশকারী পাঠাগারসমূহ থেকে বিবেচনা করা হবে ।

বইর জন্য কোন পাঠাগারের পক্ষ থেকে সুপারিশকারীকে নির্দিষ্ট ফরম পুরন করে পাঠাতে হবে ।

আমাদের মেইল:

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326378
১৭ জুন ২০১৫ দুপুর ০১:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ বাহার ভাইকে এই মহতী উদ্যোগের জন্য। ৫টি বইয়ের প্রচ্ছদ দেয়া গেল,,







১৭ জুন ২০১৫ দুপুর ০১:০৭
268708
ব্লগারদের প্রকাশনা প্যানেল লিখেছেন : এই মহতী উদ্যোগে ব্লগারদের প্রকাশনা প্যানেল’র সাথে একাত্মতা ঘোষণা করে বিশাল অংকের বই পাবলিক পাঠাগার সমূহকে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি । Good Luck Good Luck Good Luck
326379
১৭ জুন ২০১৫ দুপুর ০১:০৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাকীটি হলো:
১৭ জুন ২০১৫ রাত ০৮:৫৩
268809
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুইবার হয়ে গেছে।
326381
১৭ জুন ২০১৫ দুপুর ০১:৩৫
বার্তা কেন্দ্র লিখেছেন : আপনার উদ্যোগের সফলতা কামনা করছি। ধন্যবাদ।
326382
১৭ জুন ২০১৫ দুপুর ০১:৩৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহতী উদ্যোগ। প্রকাশক, দাতা, প্যানেলসহ সবাইেক জাযাকুমুল্লাহ খাইরান।
326383
১৭ জুন ২০১৫ দুপুর ০১:৩৮
কথার_খই লিখেছেন : সারা বছর এক! ......স্বপ্ন দিয়ে বোনা.... নিয়ে ব্যস্ত ঢোল পেঠানো ভালো কিন্তু ঢোল পেটে গেলে আর ভালো লাগেনা।
১৭ জুন ২০১৫ দুপুর ০১:৪৩
268717
ব্লগারদের প্রকাশনা প্যানেল লিখেছেন : পোষ্টটি কি পড়েছেন ? নাকি না পড়েই হিংসের বশবর্তী হয়ে মন্তব্য ছুড়ে মারলেন ?
১৭ জুন ২০১৫ দুপুর ০২:১০
268727
কথার_খই লিখেছেন : স্বপ্ন দিয়ে বোনা কি কোন ইসলামীক বই? যে রমজান মাসে সেই বইকে শিরোনাম করে দিতে হবে।
১৭ জুন ২০১৫ দুপুর ০২:১৩
268728
ব্লগারদের প্রকাশনা প্যানেল লিখেছেন : দিলে সমস্যাটা কোথায় যদি একটু বলতেন:Thinking :Thinking :Thinking
১৭ জুন ২০১৫ দুপুর ০২:২৭
268738
কথার_খই লিখেছেন : সমস্যা Crying Crying Crying Crying পেঠান যত ইচ্ছা পেঠান
326453
১৭ জুন ২০১৫ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : একটি মহতী উদ্যোগ৷ ব্লগারদের প্রকাশণা প্যানেল যুগ যুগ জিও৷৷
১৮ জুন ২০১৫ রাত ১১:০৬
268982
ব্লগারদের প্রকাশনা প্যানেল লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা ।Good Luck
১৮ জুন ২০১৫ রাত ১১:০৬
268983
ব্লগারদের প্রকাশনা প্যানেল লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা ।Good Luck
326474
১৭ জুন ২০১৫ রাত ০৮:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার উদ্যোগটির সাফল্য কামনা করছি। সম্ভব হলে আরো কয়েকটি বই এই তালিকায় যুক্ত করা চেষ্টা করব।
১৭ জুন ২০১৫ রাত ০৯:৫৯
268839
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিও আপনার সাথে একমত।
এখন পর্যন্ত স্বপ্ন দিয়ে বোনার সাথে আরো ৬টি বই যুক্ত হয়েছে।
আরো দাতা পাওয়া গেলে বইর সংখ্যা আরো বাড়বে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File