বাংলা একাডেমির প্রতি ব্লগারদের কয়েকটি দাবী
লিখেছেন লিখেছেন ব্লগারদের প্রকাশনা প্যানেল ২৮ জানুয়ারি, ২০১৪, ০১:২৪:৪৭ দুপুর
ব্লগ ও ব্লগার শব্দগুলো বর্তমানে বাংলাদেশের জন্য বহুল প্রচলিত একটি শব্দ।
ব্লগাররা হচ্ছেন জাতির জন্য জাগ্রত বিবেক। ব্লগাররা প্রতিনিয়ত দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য ভার্চুয়াল জগতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক সহ নেটের অন্যান্য ক্ষেত্রে সজাগ থাকেন বলেই ওরা এক্টিভিষ্ট।
আশার বিষয় হচ্ছে, ব্লগে লিখতে লিখতে অনেক ব্লগারের লেখা এত উন্নত, মার্জিত, শৈল্পিক ও সাহিত্যজ্ঞান সম্পন্ন হয়েছে যে তাদের লেখা সবাইকে মুগ্ধ করে। কিন্তু সমস্যা হচ্ছে ব্লগাররা পেশাগত কারনে বই- প্রকাশ, বেচাকেনা শিল্প থেকে অনেক দুরে থাকেন। ফলে ব্লগারের বই পাঠকের কাছে প্রচার না হওয়ার কারনে বই ব্যবসায়ীরা ব্লগারদের বই দোকানে রাখতে তেমন আগ্রহ দেখান না।
যদি সরকারীভাবে ব্লগারদের লেখা বই প্রচারের ব্যবস্থা থাকত তাহলে সকলেই এসব বই সম্পর্কে জানতে পারতেন এবং কিনতে আগ্রহী হতেন। এই প্রয়াস স্বনামখ্যাত সরকারী প্রতিষ্ঠান বাংলা একাডেমি গ্রহণ করতে পারে।
এই প্রেক্ষিতে বাংলা একডেমির প্রতি আমাদের কয়েকটি দাবী:
প্রথমত: সকল ব্লগারের ইতিপূর্বে প্রকাশিত লেখা সমস্ত বই সংগ্রহ করে লেখার মান যাচাই বাচাই করে বাংলা একাডেমি পুরস্কারের ব্যবস্থা করা হোক।
প্রতি বছর অন্তত ২টি বইর লেখককে স্বীকৃতি সহকারে পুরস্কৃত করা হোক।
দ্বিতীয়ত: জাতীয় গ্রন্থমেলার সকল বুক ষ্টলকে ব্লগারদের লেখা বই বিক্রির ব্যাপারে উৎসাহিত করা হোক।
‘‘এখানে ব্লগারদের লেখা বই পাওয়া যায়’’
এরকম ফেষ্টুন সমূহ ষ্টলগুলোতে ঝুলিয়ে রাখা হোক।
তৃতীয়ত: বাংলা একাডেমির পক্ষ থেকে প্রতিবছর ৪/৫টি ব্লগারদের লেখা বই প্রকাশ করার ব্যবস্থা করা হোক।
এ উপলক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্লগারদের পক্ষ থেকে বইর পান্ডুলিপি জমা দেওয়ার আহবান করা যেতে পারে।
কিছু ত্যাগী দেশ-প্রেমী উদ্যোক্তা যদি নিজেদের পকেটের টাকা খরছ করে নবীন লেখকদের লেখায় ১২১জন ব্লগারের লেখা সমৃদ্ধ ‘‘স্বপ্ন দিয়ে বোনা’’ বই প্রকাশ করতে পারেন, যাদের উদ্দেশ্য হচ্ছে-বাংলাদেশে ভাল মানের লেখক তৈরীতে উৎসাহিত করা।
তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে বাংলা একাডেমির পক্ষে এমন উদ্যোগ গ্রহণ করা আরো সহজ হওয়ার কথা।
বিষয়: বিবিধ
১৯৯২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
আপনার পোস্ট ভালো লেগেছে। গুরুতবপূর্ণ লেখা।
পোস্টটি স্টিকি করলে বাংলা একাডেমির নজরে পড়বে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবধর্মী প্রস্তাব। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যেগ নিলে নতুন লেখক সৃষ্টিতে একটি বিরাম ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
এবছর গ্রন্থমেলার বিস্তৃতি আগেরচেয়েও ব্যাপকতা পাচ্ছে ।
ব্লগারদের প্রকাশনা প্যানেল এর দাবীগুলো
সময়োপযোগী ও বাস্তব ।
পোষ্টটি যেহেতু ব্লগারদের স্বার্থসংশ্লিষ্ট তাই সকল ব্লগার যদি দেখে হয়তো আরো পরামর্শ ও প্রস্তাব আসতে পারে ।
ব্লগ কর্তৃপক্ষের সু-দৃষ্টি আশা করছি । ধন্যবাদ
কিন্তু বাংলা একাডেমির কাছে দাবি জানান আর শুকান কুয়ায় কলসি ফেলা এক কথা।
..............
যতদুর জানি বাংলা একাডেমি বিভিন্ন লেখকের লেখা পান্ডুলিপি নিয়ে বই প্রকাশ করে ।
সেক্ষেত্রে ব্লগারদের জন্য একটি কোটা রেখে দিলেই তো হয় । তাতে নতুন নতুন লেখক সৃষ্টি হবে..
দেশের সাহিত্য সমৃদ্ধ হবে ।
বাংলা একাডেমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি..
তবে আমার মনে হয় আমাদের কে আরো এগিয়ে আসা দরকার।
অন্তত আমাদের কেনা দরকার।একটি আইসক্রিম আমরা ৪০টাকা দিয়ে কিনি কিন্তু বই কিনি না। আমাদের বই কেনার অভাস গড়ে তুলতে হবে।
আর আমি জড়িয়ে আছি রাইটার্স গিল্ডের সংগে । যেই প্রকাশনীর ৮০% বইয়ের লেখক ব্লগার।
তাই ব্লগারগণ তাদের প্রকাশিত বই আমাদের স্ট্রলে দিলে আমরা বিক্রি করবো। শর্ত সাপেক্ষে ।
০১৯২২ ০০৯৯৮৪
মন্তব্য করতে লগইন করুন