সহয়োগিতা ও পরামর্শ চাই আমি ব্লগার শুভাকাঙ্খীদের পক্ষ হতে.....
লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ ডিসেম্বর, ২০১৪, ১২:১৯:৫৬ রাত
মনকে যত্ন করার জন্য একটি যন্ত্র চাই যেন মনকে নিজের আয়ত্তে রাখতে পারি! মন অদ্ভুত এক যন্ত্র যার নিয়ন্ত্রণ কখনো কখনো নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে!
✘✔
✘✔
✔✘
✔✘
✘✔
✘✔
✔✘
✔✘
এমন কিছু ভাবনা চলে আসতেছে যা আমি ভাবতে চাইনা! অদ্ভুত এই ভাবনা গুলো আমাকে নিয়ন্ত্রণ করছে যা আমার নীতির বাইরে.......!!
নীতিহীন হয়ে পড়েছি আমি নিয়ন্ত্রণহীন মনের ধর্ষণে!! নিয়ন্ত্রণ করতে চাই আমি আমার মনকে, সহয়োগিতা চাই আমি ব্লগার শুভাকাঙ্খীদের পক্ষ হতে।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
"..স্মরণ করাও, আর স্মরণ করানোটা মুমিনদের জন্য কল্যানকর হয়
কিছু কুৎসিত চিন্তা অবস্হানগত কারণে সৃষ্টি হতেই পারে! কোরান-হাদিসের আলোকে পরকালীন বিষয়ে লিখিত বই-সাহিত্য পড়তে পারেন! ধর্মীয় বিধান পালনে মনোযোগী হউন!!!
আল্লাহই সর্বপেক্ষা ফায়সালা কারী!!!
মন্তব্য করতে লগইন করুন