আশার কদলী ভেলা

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ৩০ ডিসেম্বর, ২০১৪, ১২:০৮:৫৫ রাত

নিরাশার মরুতটে বেঁধেছিনু ঘর

কুহকের মায়া ছলে,

নিয়তি দেখেছি ভাগ্য নিয়ে মোর

দিবা-নিশি জুয়া খেলে।

কতকাল হেঁটে মিলেছে হিসাব

গোধূলীর অকাল বেলায়

বেদনার পাথর নাহি কো গলে

শিশিরের সিক্ত ধারায়।

হায়রে দিবসের আলোক দেখেগো

ভুলেছি তামস রাতি

ভাবিনি কখনো সুখের এ বাসরে

তিমিরও হবে যে সাথী।

রচিয়া আশার কদলী ভেলা

কতই তো খেলেছি খেলা

দিগন্ত দেখি ঘনিয়ে এসেছে

ডুবছে ক্রমেই কালের বেলা।

চাওয়া আর পাওয়ার ক্ষুধা

জানি, মিটবে না কভু

কিছু পেলে বলে মন;

এটা নয়, ওটা কবে পাবো?

ওপারের ডাক আসবে যখন

বলার কিছু নাই রবে

শেষ খেয়া ধরে সেদিন যে

মোর চলে যেতেই হবে।

বিষয়: সাহিত্য

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File