মনটা করো মাটি
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ৩০ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৬:৫৪ রাত
মনটা করো মাটি
- সামসুল আলম দোয়েল
মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!
জীবন তোমার জীবন গড়ো, মাটির পরে
যিনি তোমার জীবনদাতা, বিলাও জীবন তার তরে
শয়তানী মন ছেড়ে তুমি মাওলা প্রেমে পড়ো
রক্তশোষণ, দেহপ্রীতি, চিত্তরঞ্জণ ছাড়ো
শক্ত করো ঈমানটাকে- পরপারের ঘাটি!!
মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!
আসল জীবন হবে তোমার, মৃত্যুর পরে
প্রথম নিশান পাবে তুমি, মাটির কবরে
বুঝবে তখন মিছে ছিল জীবন সাহারা
লাগবে না আর কিছু কাজে, ঈমান আমাল ছাড়া
মাওলা প্রেমে, নবীর কর্মে জীবন পরিপাটি!!
মাটি করো মাটির দেহ, মনটা করো মাটি।
পাইবে তুমি পাক মওলারে, জীবন হবে খাটি!!
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।
এটা একটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। ভালো/মন্দের মালিক আল্লাহ।
আর এখানে ভালো থাকুন মানে হলো, মনের দিক থেকে ভালো থাকার চেষ্টা করুন। সেটা অসুস্থ্য হলেও প্রযোজ্য। .....
জানি না,,,, কী আর বলব
মন্তব্য করতে লগইন করুন