ঈদ! ঈদ? ঈদ বেদনার শ্রাবণ মেঘাচ্ছন্ন দু'আকাশে অশ্রুর হাড়ি! সামান্য যৌনতা..... ছবি সহ!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ জুলাই, ২০১৪, ০৬:১১:০৭ সকাল
শ্রেণীকক্ষে শিশু কিশোরদের অশালীন ভাষায় যৌন শিক্ষা বিষয়ে বই বিতরণ নিয়ে বিতর্ক চলছে!! শালীনতা প্রশ্নে নিদারুণ বিভক্তি মত পার্থক্য! শালীনতার খূঁজে প্রাণপণ চেষ্টা.... অশ্লীলতা বিমুখ মানুষের!!! আমার সল্প চেষ্টার ফসল নিচের ঈদ বিষয়ে ব্যক্তিগত পদ্য মালা...
?
ঈদ এসেছে নাকি আসেনি
প্রশ্নটাকে খূঁজেছে কি কেউ?
নিজের ঈদ নিয়ে নিজেরা নিজের
ভেতরে খেলেছি স্রোতের খেলা ঢেউ!!
ঢেউ এসেছে মনে, ঢেউ এসেছে
যৌবনে দিশেহারা পরিবেশ,
ঈদ ঈদ ভাব মনে দেখাবো কারে
এই লজ্জাহীন আবেশ??
শান্ত থাকা অনুভূতিদের লড়াই
চলছে অশান্ত রুপে দেহ ও মনে,
তুমি নেই!! ঈদের এই আনন্দ
ভাগাভাগি করি কাহার সনে??
না না, তুমি আমাকে ছেড়ে যাওনি
আমিই তোমাকে রেখে চলে এসেছি দূরে!!
তোমার কাছে ছুটে যেতে চেয়ে
মন আর্তনাদে কেঁদেছে অঝরে।
দূরে আছি তাই নেই... নেই... উম্মাদনা, নেই... ঈদের আনন্দের সুড়সুড়ি!
ঈদ! ঈদ? ঈদ বেদনার শ্রাবণ
মেঘাচ্ছন্ন দু'আকাশে অশ্রুর হাড়ি!
দূরত্ব এনেছে কেবল যৌবিক বাঁধা
মনের ভালবাসা ছুটছে ঢেউয়ে তোমার তরে!
মায়া মমতার কাছে যৌবিকতা
মূল্যহীন, দুজন আছি একই সুরে।
কিছু সময়ের সমষ্টি অবধারিত
দুজনার মাঝে চলন্ত এক ঘড়ি!
সময়ের অবয়ব শেষে দেখবে
ফিরে এসেছি ........ বাড়ি।
ঐদিন হবে... হবে আমাদের ঈদ
বাঁধ ভাঙা খুশিতে দুজনার স্বম্নয়ে!
]
যৌবিকতার জোয়ার ভাঙ্গবে
দুজনার মাঝে নির্দৃধায় নির্ভয়ে।
ছবি গুলো নেওয়া হয়েছে
থেকে! কারো আপত্তি থাকলে মুছে দেয়া হবে ✔✔✔✔✔বিতর্ক এখানে http://www.somewhereinblog.net/blog/habib123best/29967407
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন!
কথা দিয়ে ছিলাম কারও আপত্তি থাকলে মুছে দেব কথাটি রাখলাম, ভাল থাকুন ঈদ মোবারক....
মন্তব্য করতে লগইন করুন