বরকত পেয়েই বুঝলাম,রমজান বড়ই বরকতময় Happy

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ জুলাই, ২০১৪, ০৭:০৪:৫৭ সকাল



আমার বাসা থেকে মসজিদ অনেক দূর। ড্রাইভিং লাইসেন্স নেইনি,তাই গাড়িও নেই এতদূর যাবার। তাছাড়া শুক্রবারে আমার কাজ থাকে। অনেকদিন পর আজ শুক্রবারে ছুটি পেলাম। চিন্তা করছিলাম বাসে কিভাবে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত বাসে চড়িনি,রুটও চিনিনা। নেটে ঘেটে একটা ম্যাপ তৈরি করলাম। তখন এক বন্ধু বলল সে আমাকে লিফট দিবে। ভাল লাগল।

মসজিদে গিয়ে নামাজ পড়তে সত্যিই দারুন লাগে। এই মসজিদটা দারুন। ঈমাম সাহেবের বয়স ২৭/২৮ বছর হবে। ভাল বক্তা বলেই মনে হল। মসজিদে অনেকের সাথে পরিচিত হলাম। আজ ওয়েদারটা চমৎকার। বাইরে একটু গরম আছে তবে ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। ভেতরে নরম কার্পেট আর সুগন্ধও । নামাজে ভাল লাগল।

নামাজ শেষে একজনের সাথে পরিচিত হলাম। তারপর পরিচিত হলাম এখানকার মুসলিম কমিউনিটির কর্তাব্যক্তির সাথে। তার স্ত্রী আলিমা এবং অত্র এলাকায় দাওয়াহও করেন। জনাব আমার সাথে কথা বললেন এবং পরিচিত হলেন। তারপর বললেন,আপনার জন্যে আমাদের পক্ষ থেকে কিছু ক্ষুদ্র উপহার রয়েছে।

ভাল লাগল। কেউ উপহার দিলে আমার দারুন লাগে। আমিও মানুষকে উপহার দিতে পছন্দ করি। কিন্তু একি !!!

উনি উনার পিকআপ ট্রাক থেকে একে একে যা যা নামিয়ে আনলেন তা দেখে আমি তো হতবাক ! বন্ধুর গাড়ির পেছনে তিনি একে একে সাজিয়ে দিলেন। আমি আমার জীবনে এরকম উপহার কোনো কালেও পাইনি।

ধন্যবাদ দিলাম,কারন আমার এর থেকে বেশি কিছু জানা নেই। তিনি আমাকে দিয়েছেন দামী এবং উন্নত মানের ৫ রকমের বাশমতি চাল,যার ওজন কমপক্ষে ৮০ কেজী। ছোট ছোট এক কেজীর বিশেষ মোড়কে থাকা বাদামী চাল অন্তত ২০ কেজী। দারুন ময়দা অন্তত ১০ কেজী। ম্যাকারনি এবং স্প্যাগেটি ৭/৮টি প্যাকেট। ২ রকমের দামী খেজুর ১২/১৩ কেজীর বক্স। আরও কিছু আছে কি না মনে করতে পারছি না।

সত্যিই আজ শুক্রবারের ২৭ রোজার দিনটি বড়ই বরকতময় !! এই অধমের উপর আল্লাহর দয়া আছে Happy

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248287
২৬ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৫
রাইয়ান লিখেছেন : হুম .... পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট , কারণ আপনিও যে সবসময় তাঁর উপর সন্তুষ্ট ! আমরা তো আপনাকে চিনি ই , আপনার প্রতিবেশীরাও আপনার ভোজন বিলাস সম্পর্কে টের পেয়ে গেছে তাহলে ! Tongue আর আমাদের জন্য ভালো হলো এটা যে কমপক্ষে আগামী ছয় মাস এই চাল , স্প্যাগেটির হরেক রকম ব্যঞ্জন আমরা আপনার পোস্টে দেখতে পাব , আমাদের জন্য এটাই বা কম কিসে ! Big Grin Eat Cook Cook
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৪
192758
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ Happy Happy কথা সত্য Tongue Tongue
248289
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:০০
জোনাকি লিখেছেন : ওয়াও!খুবি ভালো লাগ্লো। এমন রাহমাহ বারাকায় ভরে যাক আপনার জীবন।
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৫
192759
দ্য স্লেভ লিখেছেন : এমন রাহমাহ বারাকায় ভরে যাক আপনার জীবনও !
248291
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : রোজাওতো শেষের পথে৷ দারুন৷ একেবারে সোনায় সোহাগা৷ কদিন যা জমবে না! কি বলেন?
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৫
192760
দ্য স্লেভ লিখেছেন : জমে একেবারে বরফ হয়ে যাবে !!! Happy
248303
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রার্থনা করি সব সময় আল্লাহর রহমতের ছায়াতলে এভাবেই থাকেন আমাদের জন্যেও দোয়া করবেন!
২৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৬
192761
দ্য স্লেভ লিখেছেন : দোয়ার দরজা খুলে দিলাম,দোয়া যাচ্ছে Happy
248312
২৬ জুলাই ২০১৪ সকাল ০৯:২১
আহ জীবন লিখেছেন : আমাদের জন্য আল্লাহ কি রাখছেন আল্লাহই ভালো জানেন।

আল্লাহ আপনার ভোজন রসিকতা ভালই জানেন তাই আপনার জন্য এমন বেবস্থা।
২৬ জুলাই ২০১৪ রাত ১১:৫৯
193018
দ্য স্লেভ লিখেছেন : দোয়া করেন যেন আল্লাহ সর্বদা আমার ও আপনার জন্যে ভাল কিছুই রাখেন
248319
২৬ জুলাই ২০১৪ সকাল ১০:২২
হতভাগা লিখেছেন : ৮০ কেজি বাসমতি ভাল ! আপনাকে তো মরবিড ওবেস বানিয়ে ছাড়বে এরা ।

আপনি না আমেরিকায় গেছেন ? এটা কি আমেরিকার কোন মাসজিদের ছবি ? শুক্রবার আমাদের এখানে ২৬ রোজা ছিল , আর আপনাদের এখানে ২৭ রোজা । পশ্চিমে কি রোজা/ঈদ আগে শুরু হয় ?

আমেরিকায় গিয়ে যে ভ্রমন কাহিনী গুলো পোস্ট করছেন সেগুলো ভালই লাগে , তবে বেশী বড় হয়ে গেলে পড়তে আলসেমি লাগে ।
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০১
193019
দ্য স্লেভ লিখেছেন : রোজার হিসেব অঅমার ভুল হকে পারে...ওটা নেট থেকে নেওয়া ছবি। আমেরিকাতে অতবড় মসজিদ নাই। কাহিনী কমিয়ে লিখলেও বড় হয়ে যায়...আমার সাথে প্রচুর ঘটনা ঘটে
248328
২৬ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
নাগরিক লিখেছেন : বাহ! ভাল লাগল।
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০১
193020
দ্য স্লেভ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
248339
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:২৭
আফরা লিখেছেন : যে যেটা চায় সে সেটা পায় ।
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০২
193021
দ্য স্লেভ লিখেছেন : অনেকে পায় না, আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ...Happy Happy দোয়া করেন। আল্লাহ যেন সর্বদা রহম করেন
248360
২৬ জুলাই ২০১৪ দুপুর ০২:২০
মোহাম্মদ লোকমান লিখেছেন : এই মসজিদ কোথায় পেলেন? এটা তো আমাদের!
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০৩
193022
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা নেট থেকে নেওয়া। মসুজিদ আপনার কিন্তু খাদ্যদ্রব্য আমার Happy
২৭ জুলাই ২০১৪ রাত ০১:৩০
193039
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিকাছে ৫০/৫০ Happy
২৭ জুলাই ২০১৪ সকাল ০৫:০৬
193084
দ্য স্লেভ লিখেছেন : আগে আমি খাওয়ার পর ভাগাভাগি হবে...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
248375
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১১
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আপনার খাওয়া রাশি -- তাই এত কিছু পেলেন মনে হয়--- At Wits' End At Wits' End At Wits' End
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০৩
193023
দ্য স্লেভ লিখেছেন : হুম,,এই রাশিতে ভাল আছি...আমি কিন্তু তেমন একটা খাইনাSurprised Surprised Surprised Surprised
২৮ জুলাই ২০১৪ সকাল ১১:২৪
193445
গ্যাঞ্জাম খান লিখেছেন : দ্য লাঞ্চন গল্পের সেই পেটুক মহিলাটাও বলেছিল সে তেমন একটা খায়না।
১১
248391
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অল্প কথাতেই তাহলে ভাই টি আপনাকে চিনে ফেলেছিলেন!!!
একেবারে আপনার পছন্দমত উপহার!!
আসলেই আল্লাহতায়লা আপনার জন্য এই দিন বরকতময় রেখেছেন।
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০৪
193024
দ্য স্লেভ লিখেছেন : হুমম তাই তো দেখছি, জগৎ বড়ই বিচিত্রTongue Tongue
১২
248479
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
দিশারি লিখেছেন : আরে বাহ... :D/ ^Happy^ Thumbs Up
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০৪
193025
দ্য স্লেভ লিখেছেন : দারুন !
১৩
248553
২৭ জুলাই ২০১৪ রাত ১২:০৬
দিশারি লিখেছেন : কেবলই চলবে খাওয়া... Love Struck
২৭ জুলাই ২০১৪ সকাল ০৫:০৬
193085
দ্য স্লেভ লিখেছেন : সেখানে থাকবে শুধু আমি আর খাবার(অন্য কেউ নয়)Tongue Tongue Tongue Tongue
১৪
249015
২৮ জুলাই ২০১৪ সকাল ১১:৩৪
গ্যাঞ্জাম খান লিখেছেন : কমিউনিটির কর্তা সাহেব পেটুক অতিথি চিনতে ভুল করেন নি!
২৮ জুলাই ২০১৪ রাত ১১:০১
193555
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File