বরকত পেয়েই বুঝলাম,রমজান বড়ই বরকতময়
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ জুলাই, ২০১৪, ০৭:০৪:৫৭ সকাল
আমার বাসা থেকে মসজিদ অনেক দূর। ড্রাইভিং লাইসেন্স নেইনি,তাই গাড়িও নেই এতদূর যাবার। তাছাড়া শুক্রবারে আমার কাজ থাকে। অনেকদিন পর আজ শুক্রবারে ছুটি পেলাম। চিন্তা করছিলাম বাসে কিভাবে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত বাসে চড়িনি,রুটও চিনিনা। নেটে ঘেটে একটা ম্যাপ তৈরি করলাম। তখন এক বন্ধু বলল সে আমাকে লিফট দিবে। ভাল লাগল।
মসজিদে গিয়ে নামাজ পড়তে সত্যিই দারুন লাগে। এই মসজিদটা দারুন। ঈমাম সাহেবের বয়স ২৭/২৮ বছর হবে। ভাল বক্তা বলেই মনে হল। মসজিদে অনেকের সাথে পরিচিত হলাম। আজ ওয়েদারটা চমৎকার। বাইরে একটু গরম আছে তবে ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। ভেতরে নরম কার্পেট আর সুগন্ধও । নামাজে ভাল লাগল।
নামাজ শেষে একজনের সাথে পরিচিত হলাম। তারপর পরিচিত হলাম এখানকার মুসলিম কমিউনিটির কর্তাব্যক্তির সাথে। তার স্ত্রী আলিমা এবং অত্র এলাকায় দাওয়াহও করেন। জনাব আমার সাথে কথা বললেন এবং পরিচিত হলেন। তারপর বললেন,আপনার জন্যে আমাদের পক্ষ থেকে কিছু ক্ষুদ্র উপহার রয়েছে।
ভাল লাগল। কেউ উপহার দিলে আমার দারুন লাগে। আমিও মানুষকে উপহার দিতে পছন্দ করি। কিন্তু একি !!!
উনি উনার পিকআপ ট্রাক থেকে একে একে যা যা নামিয়ে আনলেন তা দেখে আমি তো হতবাক ! বন্ধুর গাড়ির পেছনে তিনি একে একে সাজিয়ে দিলেন। আমি আমার জীবনে এরকম উপহার কোনো কালেও পাইনি।
ধন্যবাদ দিলাম,কারন আমার এর থেকে বেশি কিছু জানা নেই। তিনি আমাকে দিয়েছেন দামী এবং উন্নত মানের ৫ রকমের বাশমতি চাল,যার ওজন কমপক্ষে ৮০ কেজী। ছোট ছোট এক কেজীর বিশেষ মোড়কে থাকা বাদামী চাল অন্তত ২০ কেজী। দারুন ময়দা অন্তত ১০ কেজী। ম্যাকারনি এবং স্প্যাগেটি ৭/৮টি প্যাকেট। ২ রকমের দামী খেজুর ১২/১৩ কেজীর বক্স। আরও কিছু আছে কি না মনে করতে পারছি না।
সত্যিই আজ শুক্রবারের ২৭ রোজার দিনটি বড়ই বরকতময় !! এই অধমের উপর আল্লাহর দয়া আছে
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার ভোজন রসিকতা ভালই জানেন তাই আপনার জন্য এমন বেবস্থা।
আপনি না আমেরিকায় গেছেন ? এটা কি আমেরিকার কোন মাসজিদের ছবি ? শুক্রবার আমাদের এখানে ২৬ রোজা ছিল , আর আপনাদের এখানে ২৭ রোজা । পশ্চিমে কি রোজা/ঈদ আগে শুরু হয় ?
আমেরিকায় গিয়ে যে ভ্রমন কাহিনী গুলো পোস্ট করছেন সেগুলো ভালই লাগে , তবে বেশী বড় হয়ে গেলে পড়তে আলসেমি লাগে ।
একেবারে আপনার পছন্দমত উপহার!!
আসলেই আল্লাহতায়লা আপনার জন্য এই দিন বরকতময় রেখেছেন।
মন্তব্য করতে লগইন করুন