সহীহ ফিকহুস সুন্নাহ (১ম খন্ড)(বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২৬ জুলাই, ২০১৪, ০৮:১১:৪৫ সকাল
ইসলামী জ্ঞানের নির্যাস হলো ফিকহ। মুসলিমদের জীবন চলার পূর্ণাঙ্গ বিধানগুলোর চুম্বক অংশ লিপিবদ্ধ থাকে ফিকহ। ফিকহুল ইসলামী রচিত হয় কুরআন ও সুন্নাহর আলোকে। কিন্তু অধিকাংশ ফিকহ গ্রন্থ রচিত হয় কোন না কোন মাযহাবের ভিত্তিতে। এরফলে কুরআন সুন্নাহ পরিপন্থী বিষয়ও এতে থেকে যায় । এর ফলে সুন্নাহ অনুসরণকারীরা বিভ্রান্ত হয়। এই অসুবিধা দূর করতেই আবূ মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম লিখেছেন ‘সহীহ ফিকহুস সুন্নাহ” যা নির্দিষ্ট কোন মাযহাবের আলোকে লেখা নয়। এটির অনন্য বৈশিষ্ট্য হলো এটি দলীল ভিত্তিক এবং বিভিন্ন মাযহাবের উদ্ধৃতি উল্লেখ সাপেক্ষে রচিত। সেই সাথে আধুনিক আলেমগণ যেমন শাইখ নাসিরুদ্দীন আলবানী, শাইখ আব্দুল আযীয বিন বায, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন প্রমুখ এর ফিক্বহী পর্যালোচনাও যুক্ত করা হয়েছে। বইটি অনুবাদ করেছেন মাইনুল ইসলাম (মঈন)। এটি প্রকাশ করেছে সালাফী রিসার্চ ফাউন্ডেশন।
বইটির এই ১ম খন্ডের ১ম পর্বে ভূমিকা ও তাহারাত অধ্যায় আলোচিত হয়েছে।
লিংক: সরাসরি ডাউনলোড
বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ মূল বইয়ের বিকল্প নয়। পছন্দ হলে অবশ্যই নিকটস্থ লাইব্রেরী হতে বইটি ক্রয় করে নিবেন।
বইটি পাওয়ার উল্লেখযোগ্য ঠিকানা :
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী। পার্সেলে বই পাঠানোর সুযোগ সুবিধা রয়েছে। মোবাইল : ০১৭৩০৯৩৪৩২৫।
তাওহীদ পাবলিকেশন্স, বংশাল, ঢাকা। মোবাইল : ০১৭১১-৬৪৬৩৯৬।
আহলে হাদীস লাইব্রেরী, বংশাল, ঢাকা। মোবাইল : ০১১৯১-৬৮৬১৪০.
হুসাইন আল-মাদানী প্রকাশনী, বংশাল, ঢাকা। মোবাইল : ০১৯১৫-৭০৬৩২৩।
আটমূল সালাফিয়া মাদরাসা, শিবগঞ্জ, বগুড়া। মোবাইল : ০১৭২৮-৪০৪৯৭৬।
আব্দুল্লাহ লাইব্রেরী, দিঘিরহাট, সাপাহার, নওগাঁ। মোবাইল : ০১৭৪৮-৯২২৭৯৬।
হামিদিয়া লাইব্রেরী, রেলগেট, ছাতাপট্টি, বগুড়া। মোবাইল : ০১৭১১-২৩৫২৫৮।
যায়েদ লাইবেরী, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : ০১১৯৮-১৮০৬১৫
রামচন্দ্রপুর রহমানিয়া মাদরাসা, গাইবান্ধা সদর। মোবাইল : ০১৭২৫-৬৩৮৬০৮।
পৃথিবী বুক স্টল, দিনাজপুর (রেলস্টেশনের সামনে)। প্রভৃতি।
মূল উৎস: ওয়ে টুু জন্নাহ
বিষয়: বিবিধ
৩৮১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দৃষ্টি আকর্ষণ
বিষয়টি সংশোধন করে দিতে অনুরোধ করছি
আল্লাহতায়ালা আমাদের নেক আমলসমূহ কবুল করুন, ভুলগুলো ক্ষমা করুন! আমীন
আরো পেলে জানাবেন অবশ্যই। আল্লাহ আপনার মঙ্গল করুন।
মন্তব্য করতে লগইন করুন