Rose Rose "(রমাদ্বান আলোচনাঃ) মদিনায় রমাদ্বানের শেষ দশক"Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ জুলাই, ২০১৪, ০৮:৫৭:৪১ সকাল

জীবনের বাঁকে বাঁকে কত শত কথা!

কখনো তা গুছিয়ে লিখলে হয় কবিতা!

কখনো গল্প হয় তা!

কখনো জীবনের পাতায় স্মৃতি হয় তা!

কখনো কষ্টানুভুতির বৃষ্টি হয়ে ঝরে তা!

কখনো মনের আনন্দ হয়ে প্রকাশিত হয় তা!

জীবনের স্মৃতি মনের আয়নার মাঝে কখনো কখনো ভেসে ওঠে!

কখনো মনের বাগানে ফুল হয়ে ফোটে!

কখনো আনন্দের দোলা দেয় মনে!

কখনো বারি ঝরায় নয়নে!

তবুও স্মৃতিকে মানুষ রাখে মনে!

স্বরন করে ভালোবাসার আলিঙ্গনে!

মদিনার শেষ দশকের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি! মদিনাতে রমাদ্বানের শেষ দশকে ক্বিয়ামুল লাইল পালিত হয়! মসজিদে নব্বীতে এ'তেকাফের জন্য অনেক অনেক দেশ থেকে লোকজন আসেন এবং এ'তেকাফ করেন! সারাদিন রোজা রাখেন ও সন্ধ্যারাতে তারাবীহ পড়েন, আর রাত একটা থেকে তাহাজ্জুদে শামিল হোন সবাই! অনেকে আবার সাহরী সাথে করে নিয়ে আসেন রাতে ক্বিয়ামুল লাইল শেষ করে মসজিদে নব্বীতেই সাহরী খান ও ফজর পড়ে বাসায় গিয়ে ঘুমান! মদিনাতে সাধারনত রাতে কেউই ঘুমায় না! রাতে জেগেই থাকেন! ফজর পড়ে ঘুমান জুহুর পর্যন্ত! আর একুশ রমাদ্বান থেকে ক্বিয়ামুল লাইল আদায় করেন! মনে হয় যেন প্রতিদিনই ঈদ পালিত হচ্ছে! সবার জন্য কল্যানের প্রার্থনা মহান আল্লাহ রাহমানুর রাহীম সবার রমাদ্বানের আমলসহ জীবনের সকল আমল কবুল করুন! আমিন! আমাদের জন্যেও প্রার্থনা করবেন!

সূরাহ ক্বদরঃ-

১/ আমি এ (কোরআন) নাযিল করেছি ক্বদরের রাতে!

২/ তুমি কি জানো ক্বদরের রাক কি?

৩/ ক্বদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম!

৪/ ফেরেশতা ও রুহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে

প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়!

৫/ এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত!

হে আল্লাহ আমাদের সকলকে রমাদ্বানের রহমত বরকত ও মাগফিরাতের সকল কল্যানগুলো দান করো ও আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করো আমাদেরকে তোমার নেক বান্দাদের মত কবুল করো! আমিন ছুম্মা আমিন!

বিষয়: সাহিত্য

১২১১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248338
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:২৫
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদের সকলকে রমাদ্বানের রহমত বরকত ও মাগফিরাতের সকল কল্যানগুলো দান করো ও আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করো আমাদেরকে তোমার নেক বান্দাদের মত কবুল করো! আমিন ছুম্মা আমিন!
২৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৪১
193090
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যতটা সাজিয়ে গুছিয়ে লিখার দরকার ছিলো তা পারিনি তবে মনের ভাবটা প্রকাশ করতে চেয়েছি এলোমোলো ভাবনাগুলো দিয়ে! দোয়ার সাথে আপনিও শরীক আছেন!
248356
২৬ জুলাই ২০১৪ দুপুর ০২:১৩
সন্ধাতারা লিখেছেন : Nice presentation with doua mashallah Jajakalla apuni
২৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৩
193091
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সময়ের কারনে লিখতে বসা হয়নি এই রমাদ্বানে! কিন্তু সবসময় মিস করেছি সবার লেখা ও ব্লগকে! সকল ব্লগারের জন্যেও কল্যানের দোয়া! আমাদের জন্যে ও দোয়া করবেন!
248390
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমাদের জন্য দোয়া করবেন।
২৭ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৩
193092
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সময়ের কারনে লিখতে বসা হয়নি এই রমাদ্বানে! কিন্তু সবসময় মিস করেছি সবার লেখা ও ব্লগকে! সকল ব্লগারের জন্যেও কল্যানের দোয়া! আমাদের জন্যে ও দোয়া করবেন!
248724
২৭ জুলাই ২০১৪ দুপুর ০১:১৬
আবু জান্নাত লিখেছেন : মসজিদে মদীনার মতই আবুধাবীতে অনেক মসজিদে ২১ রামাদান থেকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ জামাআতের সাথে পড়া হয়, শরীক হতে পারলে মনে খুব আনন্দ লাগে, সারা দিনের রোজা যেন অনেক আনন্দময় হয়। ধন্যবাদ
৩০ জুলাই ২০১৪ সকাল ১১:৪৭
193819
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঠিকই বলেছেন ভাই! আমার ব্লগে স্বাগতম আপনাকে! ঈদ মোবারক
৩০ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
193848
আবু জান্নাত লিখেছেন : ঈদ মোবারাক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
৩১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২০
194036
সাদামেঘ লিখেছেন : ঈদ মোবারাক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
249695
৩১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২১
সাদামেঘ লিখেছেন : ঈদ মোবারাক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। লেখিকাকে
০২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৪
194431
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাকেও ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File