হে ঈদ তুমি ফিরে যাও

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৮ জুলাই, ২০১৪, ০৩:০৭:০৯ রাত



বাড়ন্ত রুটি যেনো সীয়ামের চাঁদ, সাওয়াল উঁকিদেয় ধীর অপেক্ষায়,

কান্না জমে পাথরে রুপ নেয়, পরিশ্রান্ত চোখ ততই অশ্রু শুষ্কতায় !!

প্রবাসে নির্মম একাকিত্ব মাঝে নেই মায়াবী আঁচলে বাঁধা মায়ের মমতা !!

নেই বড়দের দেওয়া আদুরে উপহার ছোটদের চাহনিতে সুখ সজিবতা !

নেই মনে আহলাদ নতুন কেনা কাটায় চাঁদ রাতে বাহারী আয়োজন !

নেই পাশে আত্নার পড়শী প্রিয় বন্ধুরা দলবলে ডাকবেনা কোনো প্রিয়জন

স্বতীর্থ কাফেলার রুহানী প্রেনণা পূর্ণতা পাবে না কোনো সন্ধা বিকাল

আদর্শিক শুভাকাঙ্খী স্বর্গীয় হাতে রিক্ত কপাল স্পর্শ করবে না এবারো !

আল্লাহর কসম কোনো একটির জন্য আমি ক্ষুঁধীত বা নই অধৈন্য ।।

আকাশের নীলে আমার চোখ তন্নতন্ন করে খুঁজছে তামাম পৃথিবী,

কালো মেঘের আড়ালে হাসে চাঁদ হাসে দেশ মহাদেশ, কিন্ত আমি ?..

খুঁজে পাইনি ফিলিস্তিনের আকাশে ঈদের আগমনী কোনো নতুন চাঁদ ।

খুঁজে পাইনি লাখো বনী আদমের গায়ে কোনো নতুন জামা কাপড় ?

খুজে পাইনি অনেক মায়ের ছতরে রক্তের দাগহীন শুদ্ধ সফেদ আঁচল

খুজে পাইনি লাশের মিছিলে কাফন কবর দেবার মত অক্ষত যমিন

খুজে পাইনি অনেক মায়ের শিশু দুষ্টামীরত বিশৃংখল কিশোরের দল

খুজে পাইনি অনেক যুবকের সাজানো উঠান স্ত্রী সন্তানের মুক্তবিচরণ

খুজে পাইনি অনেক বিরান ভুমিতে বসতীর চিহ্ন, ঘটি বাটির অস্তিত্ব !

খুজে পাইনি অনেক মাসজিদ মিনারে ইমাম মুয়াজ্জিনের আওভান

খুজে পাইনি অনেক বিদ্যালয়ে কলম খাতায় কচিকাচার কোলাহল

অনেক জনপদে আমি সাক্ষাত পাইনি জীবন্ত কুল-মখলুকাতের ।।

এ কোন ফিলিস্তিন আমি দেখছি ! সেতো রক্তসাগর ! নয় কোনো দেশ ?

শুধু দেখছি লাল পর্বতে বিক্ষিপ্ত লাখো মজলুমের লাশের ছায়াপথ ?

শুধু দেখছি অত্যাচারী হায়েনার ঝাপিয়ে পড়া কামানের ডগায় গর্জন

এ কোন বিষ প্রয়োগে মৃত মাছের বহর ভেসে উঠা মানতার নিথর দেহ,

দেখছি সাগর সৈকতে বিশ্বমোড়লেদের বাস্ততা নিরব অবকাস যাপনে

আলখেল্লাবৃত মুনাফিকরা তখন ভাসাচ্ছে ক্ষেপনাস্ত্র জাহাজে প্রমোদতরী

জিয়নবাদিরা গ্রোগ্রাসে গিলছে মা-মাটি-মানুষ আর ফিলিস্তিনী জলস্থল ।

ঈদ অর্থ খুজে পাই না তখন নিজের অক্ষমতা জানাই কাপুরুষতায়-

বুকভরা আকুতি নিয়ে বলি তাই হে ঈদ এবার তুমি ফিরে যাও ।।

মোশাররফ২৮/০৭/১৪

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248975
২৮ জুলাই ২০১৪ সকাল ০৫:১৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
248981
২৮ জুলাই ২০১৪ সকাল ০৬:৫৬
গাজী লিখেছেন : Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File