চাটগাঁইয়া হাতায় ভালবাছার হবিতা... অনুবাদ সহ
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ মে, ২০১৪, ০১:২৭:৪৭ দুপুর
১ তোয়্যারে হত ভালবাছি থূইতো
নবুজিলা হনদিন,
তোয়্যার ভালবাছারলাই তিয়্যায়তায় রাইত দিন।
১ তোমাকে কত ভালোবাসি
তুমিতো বুজলেনা কোন দিন,
তোমার ভালবাসার জন্য
দাড়িয়ে থাকি রাত দিন!
২ তোয়্যার ভালবাছা পায়বাল্লাই
য়্যাই হত বেইজ্জতি ঐ!
তোয়্যার ভালবাছাল্লাই আর
হতদিন এরহম রই?
২ তোমার ভালবাসা পাওয়ার জন্য
আমি কত অপমানিত হই!
তোমার ভালবাসার জন্য আর
কত দিন এ ভাবে রই?
৩ ভালবাছিবুলি কি এরহম
দেয়্যাত তাহিবা হষ্ট ত্যুই আরে?
তোয়্যারে ছারা ণবাফি
আপন বানাইয়ম হনক্যায়ারে।
৩ ভালবাসি বলে কি এভাবে
দিতে থাকবে কষ্ট তুমি আমারে?
তোমাকে ছাড়া ভাবিনি
আপন বানাবো অন্য কাউরে।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়তে গিয়ে আমার দাঁত কপাটি লাগছে, মাথা ঘুরায়, চউক্ষে আন্ধার দেখি।
ভুলটা কোথায় জানালে উপকৃত হতাম।
ভুলটা কোথায় জানালে উপকৃত হতাম।
তোঁয়ারে হত ভালবাসি
তোঁইতো নবুজিলা হনদিন
তোঁয়ার ভালবাসাললাই
তিয়েঁয় তাইকতাম লাইত দিন।
মন্তব্য করতে লগইন করুন