গুম আর লাশ

লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৮ মে, ২০১৪, ০১:৫৯:০৫ দুপুর

হঠাৎ যদি আমায় আর

না দেখো আশেপাশে

খোঁজ করো কষ্ট করে

নদীতে কি কিছু ভাসে?

এই অবস্থায়ও কেমন করে

মানুষ যে আজ হাসে!

নদী, নালা দূষিত আজ

পচা গলা লাশে Hypnotised

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222980
১৮ মে ২০১৪ দুপুর ০২:১৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
222992
১৮ মে ২০১৪ দুপুর ০২:৩৬
প্রবাসী আশরাফ লিখেছেন :
দুষ্টচক্রের রাজনীতিও
চড়ে উঠে লাশে
লাশটা আমার দলের
বনে তুড়োক তাশে।

ন্যায় বিচারের বানী
রুগ্ন কন্ঠে কাশে
অপরাধীরা দম্ভ করে
দিন-দুপুরে অট্টহাসে।

কবিতার ভাল হইছে তাই আবেগে আমিও একটু যুক্ত করার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনার সুন্দর কাব্যর জন্য।
222995
১৮ মে ২০১৪ দুপুর ০২:৪০
egypt12 লিখেছেন : এই অবস্থায়ও কেমন করে

মানুষ যে আজ হাসে!

হাচা কথা ক্যামনে হাসে Frustrated
223029
১৮ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : দেশে মানুষ বেশী হয়ে গেছে তাই মরে পচে নষ্ট হয়ে যাচ্ছে।
223050
১৮ মে ২০১৪ বিকাল ০৪:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ক্ষমা করে দিও আমায়
হয়তোবা লাশ হয়ে ফিরবো কোন এক সময়। Sad Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File