গুম আর লাশ
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৮ মে, ২০১৪, ০১:৫৯:০৫ দুপুর
হঠাৎ যদি আমায় আর
না দেখো আশেপাশে
খোঁজ করো কষ্ট করে
নদীতে কি কিছু ভাসে?
এই অবস্থায়ও কেমন করে
মানুষ যে আজ হাসে!
নদী, নালা দূষিত আজ
পচা গলা লাশে
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুষ্টচক্রের রাজনীতিও
চড়ে উঠে লাশে
লাশটা আমার দলের
বনে তুড়োক তাশে।
ন্যায় বিচারের বানী
রুগ্ন কন্ঠে কাশে
অপরাধীরা দম্ভ করে
দিন-দুপুরে অট্টহাসে।
কবিতার ভাল হইছে তাই আবেগে আমিও একটু যুক্ত করার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনার সুন্দর কাব্যর জন্য।
মানুষ যে আজ হাসে!
হাচা কথা ক্যামনে হাসে
হয়তোবা লাশ হয়ে ফিরবো কোন এক সময়।
মন্তব্য করতে লগইন করুন