এক বিজয়ী পরিবার এর গল্প।
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৩:২১ সন্ধ্যা
খুব সাদামটা একটি পরিবার। সরল জীবন যাপন। দুনিয়ার চাকচিক্যের চাইতে মহান প্রভুর নীতিমালা বাস্তবায়নে চেষ্টা যেন বেশি প্রিয়। তেমন একটি পরিবারের কর্তার এক বিজয়ের কাহিনী দেখে নিলো সারা বিশ্ব। নানা অসঙ্গতি থাকা সত্ত্বেও (http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/58426) আরেকজনের অপরাধ তার কাধে চাপিয়ে তাকে বিজয়ের সর্বোচ্চ শিখরে পৌছে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হলো। তিনি পান করলেন শাহাদাতের অমিয় সুধা। আর তার পরিবার তাতে ধৈর্য্য ধরে হলে গেলেন এক বিজয়ী পরিবার।
বিজয় সে তো নয়কো স্মৃতিসৌধে ফুল দেওয়া।
বিজয় হলো ন্যায়ের তরে জীবন বিলিয়ে দেওয়া।
বিজয়ের আসল মানে তো নয় নেচে গেয়ে আনন্দ, সুখ।
বরং বিজয়ী প্রানপ্রিয়ের বিদায়েও দৃঢ়, প্রশান্ত মুখ।
২ প্রকৃত বিজয়ী শহীদ আব্দুল কাদের মোল্লা ও তার স্ত্রী সানোয়ারা জাহান এবং তাদের পরিবারের সকল সদস্যদের প্রতি সালাম ও বিনম্র শ্রদ্ধা।
বিষয়: বিবিধ
২৬৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন