নির্যাতন, গুম-খুনের চলমান পরিস্থিতি
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১২:১৪ দুপুর
দেশে আমরা গত কদিনে কয়েকটি কল্পকাহিনী দেখলামঃ
একটি কল্পকাহিনীঃ র্যাবের গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন ছাত্রশিবির নেতা মো. আসাদুল্লাহ তুহিন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্রঃ http://www.samakal.net/2015/01/28/115022/print
কল্পকাহিনীর পরবর্তী অংশঃ শিবির নেতা হত্যার ঘটনায় ট্রাকচালককে আসামি করে র্যাবের মামলা। সূত্রঃ http://www.mzamin.com/details.php…
জাতির বিবেকের কাছে একটি বাস্তব প্রশ্নঃ ঐ কল্পিত ট্রাকের চালক কে ছিলেন?
কার্টুন কার্টেসীঃ মেহেদী, বাশেরকেল্লা
একটি কল্পকাহিনীঃ ট্রাকে আগুন দিতে এসে ট্রাক চাপায় মোঃ জুবায়ের (২১) নামে এক শিবিরকর্মী নিহত হন।
কল্পকাহিনীর পরবর্তী অংশঃ সেই ট্রাক চালককে পুরস্কৃত করতে চান চট্টগ্রামের ডিসি। http://www.samakal.net/2015/01/29/115345
জাতির বাস্তব উপলব্ধিঃ সেই কল্পিত ট্রাক চালককে পুরস্কৃত করা সত্যিই যুক্তিযুক্ত!!!
র্যাব, পুলিশ বিজিবি কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকান্ডকে না বলুন
You can shoot to stop the heart beats; But you can not stop the voice, revolution
আপনার নিরবতাই হয়তো আপনারই প্রিয় কোন মানুষের হত্যাকান্ডের একটি কারন হতে পারে। র্যাব, পুলিশ বিজিবি কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকান্ডকে না বলুন, গনসচেতনতা তৈরি করুন, প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান। আপনার প্রতিবাদই হয়তো আপনার অপরিচিত কোন মানুষের বেঁচে যাওয়ার একটি কারন হতে পারে।
কার্টুন কার্টেসীঃ বাশেরকেল্লা
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন