বাক স্বাধীনতার এপিটাফ
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪২:৪১ দুপুর
কথা বলার সুযোগটা নেই
ট্যাংগো কীবা ভাইবারে,
শকুন চোখে খুজছে পুলিশ
কে কথা কয় সাইবারে!
বাক স্বাধীনের কাঠ কফিনে
শেষ পেরেকও বসবে ঠিক,
দেখছি আবার স্বৈরাচারী
নিচ্ছে দখল চতুর্দিক।
বললে কিছু গুল্লি হবে
করসফায়ার ফাকতালে,
কিংবা জেলে পচতে হবে
তথ্য আইনে আটকালে।
দেশটা নাকী স্বাধীন মোদের
বাইরে যেতেই ভয় লাগে,
কখন আবার তেলের বোমা
হুট করে এই গায় লাগে।
জলে কুমির স্থলেতে বাঘ
বাগধারাটা সত্য আজ
জীবন এখন টিকিয়ে রাখা
সত্যি ভীষণ কঠিন কাজ।
কুকুর যেমন হাড্ডি নিয়ে
মাতিয়ে ফেলে হাট বাড়ি,
চেয়ারলোভী নেতারা আজ
সেই ব্যবসার কারবারী।
তোর বা আমার জীবনটুকু
দাম কী আছে কিছুই তার,
আমরা তাদের কেনা গোলাম
দেশতো তাদের বাপ দাদার।
বাঁচতে চাওয়ার স্বাধ রেখে বাদ
আখেরাতের স্মরণনে,
খোদার কাছে কেদে কেটে
কম কষ্টের মরণ নে।
***★***★***★****
Courtesy- Habibur Rahim
অনেক ভাল লাগলো কবিতাটা তাই ব্লগারদের সাথে শেয়ার করলাম.।.।।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন