২০১১ সালের ভারতের শিয়া সম্প্রদায়ের সাথে নরেন্দ্র মোদি’র রাজনৈতিক সাক্ষাতের ছবি ব্যবহার করে মিথ্যা প্রচারণা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ মে, ২০১৪, ১২:৫২:৩০ দুপুর



২০১১ সালের ভারতের শিয়া সম্প্রদায়ের সাথে বি জে পি নেতা নরেন্দ্র মোদি’র রাজনৈতিক সাক্ষাতের এই ছবিটি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে “ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা ।” যা সম্পূর্ন মিথ্যা ও প্রতারণা। বিবেক বিবর্জিত মিথ্যা চারীদের আগ্রাসন ।

মূল খবর - ১৯ সেপ্টেম্বর ২০১১ সালের এই পত্রিকায় প্রকাশিত

লিংক -

http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms



মূল খবর - ১৯ সেপ্টেম্বর ২০১১ সালের এই পত্রিকায় প্রকাশিত শিয়াদের খবর জামায়াতের নামে প্রচার করছে কিছু সুবিধাবাদী। মিথ্যা চারের সীমা ও ওদের মধ্যে নাই

Narendra Modi refuses to put on 'skull cap' offered by Muslim cleric

PTI | Sep 19, 2011, 03.41 PM IST



বিষয়: বিবিধ

২৬৪৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222950
১৮ মে ২০১৪ দুপুর ০১:০৫
egypt12 লিখেছেন : মিথ্যাচারই ওদের মূল অস্র তবে এখন ধরা খাওয়ার সময় যদিও তারা এতে লজ্জিত নয় Hurry Up
১৮ মে ২০১৪ দুপুর ০১:২৪
170292
মাহফুজ মুহন লিখেছেন : এ ছবি সহ সংবাদ টি প্রকাশিত হয়েছিল - ১৯ সেপ্টেম্বর ২০১৩ সালে। তৎকালীন গুজরাটের মূখ্যমন্ত্রী বিজেপি নেতা মোদীকে একটি শিয়া দরগাহ এলকায় কিছু শিয়া পন্থী লোকজন বিশেষ টুপি উপহার দিতে এসেছিল যেটা মোদী প্রত্যাখ্যান করেছিলেন । এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া ১৯ শে সেপ্টেম্বর২০১৩ সালে একটি প্রতিবেদন ও প্রকাশ করে। কোথায় শিয়া আর কোথায় জামায়াত হিন্দ সেটা কি এক ? এত ভুয়া খবর যারা প্রকাশ করে এরা সুস্ত মানুষ নয়।
১৮ মে ২০১৪ দুপুর ০৩:০০
170337
egypt12 লিখেছেন : ঠিকই বলেছেন ওরা সুস্থ নয় Frustrated
১৮ মে ২০১৪ দুপুর ০৩:০০
170338
egypt12 লিখেছেন : ঠিকই বলেছেন ওরা সুস্থ নয় Frustrated
222955
১৮ মে ২০১৪ দুপুর ০১:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন :
সত্য প্রকাশ করায় আপনাকে মোবারকবাদ
১৮ মে ২০১৪ দুপুর ০১:২৬
170293
মাহফুজ মুহন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ ।মুখোশ ধারীরা সমাজের বিবর্জিত বস্তু। আমাদের সোচ্চার হতে হবে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেই যেতে হবে।
222959
১৮ মে ২০১৪ দুপুর ০১:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গতকাল থেকেই এ ছবিটি নিয়ে মতলববাজ কিছু সামাজিক মিডিয়া দারুণ হৈ চৈ শুরু করেছে। এসব আধা পাগল রাম ছাগল আবালগুলো যখনই কোন কিছু পায় তা যাচাই না করে ওটার পিছনে এমনভাবে দৌড় দেয় যে, তাদের দৌড়ানীর তীব্রতায় কখন যে পড়নের কাপড়টা খুলে যায় তার খবর থাকে না। আলোচ্য স্ট্যাটাস নিয়েও বাংলাদেশের রাম-বামপন্থী রাস্তার বেওয়ারিশ কুত্তাগুলো এমনভাবে ঘেউ ঘেউ শুরু করেছে মনে হয় যেন এসব কুত্তাগুলোর পশ্চাতে বান্দরের শলার ঘষা লেগেছে।
১৮ মে ২০১৪ দুপুর ০২:০৫
170312
মাহফুজ মুহন লিখেছেন : এরা এমনি , ওদের জীবন ঐ সব প্রাণীর মতই থাকবে বলে মনে হয়
222967
১৮ মে ২০১৪ দুপুর ০১:৪৩
রক্তলাল লিখেছেন : আমি যখন ক্লাস ফোর ফাইভে ছিলাম - তখন আমার ভাই, তখন জাসদ রব এর পাক্কা কর্মী।

আমার ভাইয়ের বন্ধুরা আমাকে শেখাত 'একটা দুইটা শিবির কর - সকাল বিকাল নাস্তা কর', 'গোলাম আযম সাঈদী - বাংলার ইহুদি', গোলাম আযম পাকিস্তানের নাগরিক।

নানা অকথ্য গালি গালাজ।

শুধু একটা কারণে আমি বাম কিংবা আওয়ামী হইনি - তাদের আদর্শের মাধ্যমে না লড়ে মিথ্যা আর সন্ত্রাসের মাধ্যমে কাবু করার মানসিকতা।
১৮ মে ২০১৪ দুপুর ০২:০৮
170313
মাহফুজ মুহন লিখেছেন : জাগ্রত বিবেক সত্যকে মেনে নেয়।
222974
১৮ মে ২০১৪ দুপুর ০১:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : এ মতলববাজদের লজ্জা নেই। এরা এত বেহায়া যে, ধরা খেয়েও দমবেনা। এ বিষয়টি নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছি। সময় হলে ঘুরে আসতে পারেন।
১৮ মে ২০১৪ দুপুর ০২:১২
170315
মাহফুজ মুহন লিখেছেন : বাস্থব কথা হচ্ছে নির্লজ্জ , মিথ্যা বাদীদের লজ্জা বলতে কিছুই নাই ।
223013
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১৯
এন এস এম সাবের লিখেছেন : ভাল একটি তথ্য দিয়েছেন ।
১৯ মে ২০১৪ সকাল ০৯:৫৮
170650
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ
223014
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধর্ম নিয়ে গৃহযুদ্ধ ভাল লাগে না
১৯ মে ২০১৪ সকাল ১০:০০
170652
মাহফুজ মুহন লিখেছেন : ধর্মীয় অনুভতিতে আঘাত করে বিশেষ হলুদ বাহিনী নগ্ন খেলা করে , ভালো করে দেখবেন বিশেষ সুশীল নামের একটি গুষ্টি ইসলাম ধর্মের এলার্জিতে ভুগে। ধর্ম নিয়ে গৃহযুদ্ধ ভাল লাগে না কাম্য নয়।
২০ মে ২০১৪ দুপুর ০১:৫২
171033
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনি যাই বলেন না কেন ধর্ম নিয়ে গৃহ যুদ্ধ করে একমাত্র ধর্মপন্থীরাই বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে। আর সুশীল এবং হলুদ বাহিনী বিভিন্ন উপায়ে ধর্মের (ইসলামের) বিরোধীতাই করে।
আপনি কখনো দেখেছেন কি বাম দল গুলো এভাবে একে অপরের বিরোদ্ধে অপপ্রচার চালাতে যে ভাবে ইসলাম পন্থি দল/সংগঠন গুলো একে অপরের বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত। সুশীল এবং হলুদ বাহিনীর একদিনেই পালাতে হত যদি সকল ইসলাম পন্থিরা এক হতে পারত।
223041
১৮ মে ২০১৪ বিকাল ০৪:০৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ওরা অপপ্রচার চালাচ্ছ আপনারা পাল্টা জবাব দিন। তাহলেই ব্যস হয়ে গেলো। ফেসবুকে তো আপনারাও কম যান না।
১৯ মে ২০১৪ সকাল ১০:০৩
170655
মাহফুজ মুহন লিখেছেন : মিথ্যার জবাব সত্য দিয়েই হয়। যারা মিথ্যা প্রচার করে দেখবেন তারা ভুয়া সুত্র আর ভুয়া কাহিনী লিখে। ধরা পড়লেই বিশেষ চেতনার স্লোগান দেয়। আমার জানা মতে ভালো কেউ ভুয়া কিছু লিখে না। শুধু হলুদ ছাড়া
223063
১৮ মে ২০১৪ বিকাল ০৫:০১
হতভাগা লিখেছেন : সাইবার যুদ্ধ ভালই জমে উঠেছে ।

গ্যালারীর আশে পাশেই আছি , হৈ হল্লা দেখলেই ঢুকে পড়বো।
১৯ মে ২০১৪ সকাল ১০:০৩
170656
মাহফুজ মুহন লিখেছেন : তাই , তাহলে তো ভালই কি বলেন ?
১০
223094
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
আবু জারীর লিখেছেন : শীয়া সুন্নি বুঝিনা। সঠিক আক্বিদায় বিশ্বাসী জামায়াত শিবির এধরণের পা'চাটায় বিশ্বাস করেনা। দেওয়ানবাগী, মাইজভান্ডারীর মত নামধারী কিছু আঁতেল এগুলো করে থাকে। অবশ্য আমাদের দেশের কিছু মুসলিম নামধারীও নেতা নেত্রীদের পা'চাটে। ৫ই জানুয়ারীর নির্বাচনের আগেও এরকম ঘটনা জাতি দেখেছে।
১৯ মে ২০১৪ সকাল ১০:০৪
170658
মাহফুজ মুহন লিখেছেন : মিথ্যা ওদের হত্যার হাতিয়ার
১১
223176
১৮ মে ২০১৪ রাত ০৯:৪৬
কাঁচের বালি লিখেছেন : জাগ্রত বিবেক সত্যকে মেনে নেয়।
১৯ মে ২০১৪ সকাল ১০:০৫
170660
মাহফুজ মুহন লিখেছেন : বহু বিবেক আছে সত্য দেখেই অন্ধ।
১২
223642
২০ মে ২০১৪ সকাল ১০:২০
রক্তলাল লিখেছেন : ওরা কখনো নিজের ভূল বুঝেনা। সন্ত্রাস ধর্ষণকেই সাফল্যের চাবিকাঠি মনে করে। পতন অনিবার্য। আমি সাক্ষী!
২০ মে ২০১৪ দুপুর ০২:১৫
171045
মাহফুজ মুহন লিখেছেন : ভুয়া কাহিনী আর মিথ্যাবাদীদের পতন হবেই , তবে সত্য প্রকাশ না করলে মুখোশ উন্মোচিত হয় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File