হাসিনার সংলাপ প্রস্তাবটা বিএনপির সাথে আর একটি প্রতারনা প্রস্তাব বলে মনে হয়। বিএনপি যদি এ প্রস্তাব নিয়ে অন্ধের মত চন্দে নাচে তবে বিএনপির জন্য সামনের দিন গুলো সুখকর হবেনা।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৩ মে, ২০১৩, ০৩:৪৩:৪০ রাত

আর একটি প্রতারনা প্রস্তাবের নকশা এঁকেছে

হাসিনার সরকার!!

প্রতারনা বলছি কারন ........



ক/ প্রস্তাবে বলা হয়েছে বিশ্বের অনান্য দেশে যে ভাবে নির্বাচন হয় সে ভাবে বাংলাদেশেও হবে, তা হলে সংলাপ প্রস্তাব দিয়ে লাভ কি? সিদ্ধান্ত তো তারা নিয়ে'ই রেখছেন......

খ/ বলা হয়েছে গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য সংলাপ দরকার,

তা হলে গনতন্ত্রের নামে কেন সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রন? কেন আমার দেশ পত্রিকা বন্ধ? কেন মাহমুদুর রহমান গ্রেফতার?

গ/ নির্দলিয় সরকারের দাবী মেনে লিখিত প্রস্তাব দিলে কেবল সংলাপ করে দেশের মানুষের আশা আকাঙ্কার প্রতি সম্মান প্রদর্শন হতে পারে।

ঘ/ মনে হচ্ছে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসুচিকে সামনে রেখে এ সংলাপ প্রস্তাব দেয়া হয়েছে। যদি তা হয় তবে বিএনপিকে ভেবে চিন্তে সংলাপের গতি প্রকৃতি অনুধাবন করা দরকার।

ঙ/ সাভারের গণহত্যা নিয়েও দেখছি আমরা নোংরা রাজনীতি, নোংরা রাজনীতির গন্ধ প্রতিনিয়ত বেড়েই চলছে! যা দেশের জন্য মটেও সুখ ভয়ে আনবেনা।

চ/ সব কিছু মিলিয়ে হাসিনার সংলাপ প্রস্তাবটা বিএনপির সাথে আর একটি প্রতারনা প্রস্তাব বলে মনে হয়। বিএনপি যদি এ প্রস্তাব নিয়ে অন্ধের মত চন্দে নাচে তবে বিএনপির জন্য সামনের দিন গুলো সুখকর হবেনা।

বিষয়: রাজনীতি

১৭৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File