কবিতা

লিখেছেন লিখেছেন এম_আহমদ ০৩ মে, ২০১৩, ০৪:৩৫:৪২ রাত

কবিতা

যা মুখে আসে তা ই যদি কবিতা

তবে অনেক পাগলের বকাবকিও কবিতা

ঘরের পোষা টিয়াটির মনোলগও কবিতা

আমার এই এলোমেলো কথাগুলোও কবিতা

কাগজের উপর কবিতার ধাঁচে সাজানো সব লিখা কবিতা।

আমি ভাবি এগুলো কেন কবিতা?

আমি না লিখিলে কী হত?

আমি না লিখিলে হত কী?

হত কী আমি না লিখিলে?

কী হত?

[কিঞ্চিত বিরতির পর]

সাহিত্য!

হ্যাঁ, তাইতো

উঠিবে উঠিবে গড়ি, সাহিত্য উঠিবে গড়ি

কেমনে উঠিবে গড়ি আমি আবোল-তাবোল না বকিলে?

আমার কবিতা -পাগলামী?

মোটেই তো নয় ভাই,

পাগলামীর ধারে কাছে আমি নাই

এ যে মোর দর্শন: মডার্নিজম-আধুনিকতা

মোর কবিতার ব্যর্থতা!

এলোমেলো কথায় সার্থকতা

এ যে যুগের কবিতা

বলি কী, এ যে সর্বাধুনিক ব্যর্থতা!

__________

নোট: ১০/১২ বৎসর আগের লিখা।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File