ডঃ সালাম আযাদীর পশ্চিমে হিজরাত
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ আগস্ট, ২০১৫, ০৮:০০:২৭ রাত
আপনাদের অতি পরিচিত ও প্রিয় ব্লগার, লেখক, সুবক্তা ও অনেকগুণের অধিকারী শায়খ ডঃ সালাম আজাদী সাহেব পেশাগত কারণে ইউকের একেবারে পশ্চিমে এক সমুদ্র পাড়ের এক শহরে হিজরত করে চলে যাচ্ছেন আগামী সপ্তাহে।
জ্ঞানীদের হিজরাত হলো নবীর সুন্নাত। তিনিও সেই সুন্নাতের ধারা অনুসরণ করছেন।
লন্ডন শহর ছেড়ে গেলেও তিনি যেন ভার্চুয়াল জগতে আমাদের সাথে থাকেন সেই কামনা করি এবং উনার জন্যে দোয়া করি- তিনি যেন সফলভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এই দেশ, জাতি ও উম্মতের জন্যে আরো বড় কিছু অবদান রাখতে পারেন।
বিষয়: বিবিধ
১৬০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাকুরিগত স্ব-সিদ্ধান্তে।
আয়ারল্যান্ড যাচ্ছেন নাকি।
জ্ঞানীদের হিজরাত হলো নবীর সুন্নাত। তিনিও সেই সুন্নাতের ধারা অনুসরণ করছেন।
লন্ডন শহর ছেড়ে গেলেও তিনি যেন ভার্চুয়াল জগতে আমাদের সাথে থাকেন সেই কামনা করি এবং উনার জন্যে দোয়া করি- তিনি যেন সফলভাবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এই দেশ, জাতি ও উম্মতের জন্যে আরো বড় কিছু অবদান রাখতে পারেন।
ধন্যবাদ।
একমত ।
আর্থিকভাবে অধিক সক্ষমতা দ্বীনের অধিক খেদমতের পথ করে দেয়! তেমন সুযোগ গ্রহনে বা খুঁজে নেয়াতে দোষের কিছু দেখিনা!
দোয়া করি উভজাগতিক সাফল্য ও সম্মানের!
ফী আমানিল্লাহ
অনেক ধন্যবাদ
আল্লাহ তাকে দায়ী হয়ে কাজ করার তৌফিক দান করুন।
মন্তব্য করতে লগইন করুন