মুহাম্মদ (স)’ ছায়াছবির অফিসিয়াল ট্রাইলার প্রকাশ

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২১ আগস্ট, ২০১৫, ০৬:৪০:১৫ সন্ধ্যা

‘মুহাম্মদ (স)’ ছায়াছবির

অফিসিয়াল ট্রাইলার প্রকাশ

======================.

ইরানের খ্যাতনামা

চিত্রনির্মাতা মাজিদ

মাজিদি পরিচালিত বিশ্বনবীর

মহাজীবন আলেখ্যভিত্তিক

ছায়াছবি ‘মুহাম্মদ রাসুলুল্লাহ

(স)’-এর অফিসিয়াল ট্রাইলার

প্রকাশ করা হয়েছে। মুহাম্মদমুভি

ডটকম ( http://www.mohammadmovie.com )

ওয়েবসাইটে ৪টি ট্রাইলার

আপলোড করা হয়েছে। ইংরেজি,

ফার্সি ও আরবীর ভাষায়

ওয়েবসাইটটিতে চলচ্চিত্রটির

বেশকিছু স্থিরচিত্রও দেয়া

হয়েছে।

.

আগামী ২৬ আগস্ট ইমাম রেজা

(আ)-এর জন্মদিনে সমগ্র ইরানে

মুক্তিটি পাবে। কানাডার

মন্ট্রিলে অনুষ্ঠেয় ৩৯তম বিশ্ব

চলচ্চিত্র উৎসবে ছবিটির

প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭

আগস্ট। ফার্সি ভাষায় নির্মিত

ছায়াছবিটি আরবি ও ইংরেজি

ভাষায় ডাবিং করা হয়েছে।

.

ছবিটির পরিচালক মাজিদ

মাজিদি সোমবার তেহরানে

এক সংবাদ সম্মেলনে বলেছেন,

ইসলামের সঠিক ভাবমর্যাদা

বিশ্বে তুলে ধরার লক্ষ্যেই

তৈরি করা হয়েছে ছায়াছবি

‘মুহাম্মদ (স)’। ইসলাম নিয়ে

বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করাও

ছবিটির উদ্দেশ্য বলে তিনি

জানান।

.

মহানবী (স) কে নিয়ে নির্মিত

ট্রিলজি বা তিনখণ্ডের

ছায়াছবির এই প্রথম খণ্ডে তাঁর

মক্কার জীবনআলেখ্য তুলে ধরা

হয়েছে। ১৭১ মিনিটের এ

ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময়

লেগেছে। ইরানের সবচেয়ে

ব্যয়বহুল এ ছবি নির্মাণে ৫৫

কোটি ডলার ব্যয় হয়েছে।

.

মোহাম্মদ মাহদি হায়দারিয়ান

প্রযোজিত এ ছবির চিত্র ধারণ

করা হয়েছে ইরান এবং দক্ষিণ

আফ্রিকার শহর বেলা-বেলা’তে।

ছবিটি নির্মাণে চলচ্চিত্র

জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে

খ্যাতিমান ব্যক্তিত্বরা

.

সহযোগিতা করেছেন। এতে কাজ

করেছেন ইতালির তিনবারের

অস্কারজয়ী

সিনেমাটোগ্রাফার

ভিত্তোরিও স্তোরারো,

ইতালির ফিল্ম এডিটর

রোবাতো পেরপিগানি,

মার্কিন স্পেশাল এফেক্ট

শিল্পী স্কট ই অ্যান্ডারসন,

ইতালির মেকআপ আর্টিস্ট

গিয়ানেত্তো ডি রোসি এবং

ভারতীয় প্রখ্যাত সুরকার আল্লা

রাখা রহমান (এ আর রহমান)।

আন্তর্জাতিক নানা পুরস্কার জয়ী

মাজিদি একাধারে চলচ্চিত্র

নির্মাতা, প্রযোজক ও চিত্র-

নাট্য লেখক। ‘বাচ্চেহয়ে অসেমন

বা বেহেশতের শিশু’, ‘ রাং-এ

বেহেশত বা বেহেশতের রং’

এবং দ্য কালার অব প্যারাডাইজ

তার নির্মিত তিনটি বিশ্ব-

নন্দিত ছায়াছবি। ১৯৯৮ সালে

নির্মিত বাচ্চেহয়ে অসেমন

ছবিটির জন্য তিনি সেরা

বিদেশী ভাষায় নির্মিত ছবির

জন্য Academy Awards এর মনোনয়ন

পান।

.

মাজিদি ১৯৫৯ সালে জন্ম গ্রহণ

করেন এবং মাত্র ১৪ বছর বয়সে

থিয়েটার গ্রুপে কাজ করেছেন।

তিনি পড়াশুনা করেছেন

তেহরান নাট্য-শিল্প

ইন্সটিটিউটে।#

.

রেডিও তেহরান

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337357
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ছবিতে মুহাম্মদ সাঃ এর হয়ে কেও কি অভিনয় করছে ?
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৫
279104
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : ছবি দেখার সুযোগ হয় নাই ॥ তা জানিনা
337359
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:২২
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালো লাগলো
337367
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
337403
২১ আগস্ট ২০১৫ রাত ১১:৪১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছবি বাজারে আসুক, আসলে বুঝতে পারব ইসলামের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে কিনা!
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:২২
279105
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : জি
337452
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৮
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : আমি কিন্তু ছবির পক্ষে ও না বিপক্ষেও না ।।।। বিশ্বের ইসলামী চিন্তাবিদদের সিদ্ধান্ত অনুযায়ী সার্ফোট করবো ॥॥॥॥॥

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File