Rose Rose Rose স্বপ্ন পূরণ Rose

লিখেছেন লিখেছেন নাবিক ২১ আগস্ট, ২০১৫, ০৬:২৫:২১ সন্ধ্যা

একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিলো, তার স্বপ্ন ছিলো সে একদিন পাখির মতো উড়তে পারবে। সে বুঝতে পারতো না যে কেন সে উড়তে পারে না। চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উড়তে দেখেছে। সে মনে মনে ভাবতো আমি কেন পারি না? আমার কি তাহলে কোনো সমস্যা আছে?

আরেকটি ছোট ছেলে ছিলো, যে পায়ের সমস্যার জন্যে ঠিক মতো হাঁটতে পারতো না। সে স্বপ্ন দেখতো তার বয়সের অন্য ছেলে- মেয়েদের মতো সেও একদিন হাটতে পারবে। দৌড়াতে পারবে। সে ভাবতো, আমি কেন ওদের মতো নই?

একদিন সেই অনাথ ছেলেটি, যে পাখি হতে চাইতো,সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো। সেখানে সে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে। বালি দিয়ে বাড়ি-ঘর বানাচ্ছে। পাখি বানাচ্ছে। তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, -তুমিও কি পাখির মত আকাশে উড়ার স্বপ্ন দেখো?

-না। কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি, দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি।

তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। সে বললো, -আমরা কি বন্ধু হতে পারি?

-অবশ্যই আমরা বন্ধু হতে পারি।

এরপর তারা দুইজন মিলে প্রায় ঘন্টাখানেক খেললো। তারা মাটির প্রাসাদ বানালো, পাখি বানালো, দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো। এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো।

যে ছেলেটি পাখির মত উড়তে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বললো। উত্তরে তিনি বললেন -ঠিক আছে। আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বললো, -তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তো তা পারি না। কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে ঘুরে দাড়ালো এবং তার বন্ধুকে বললো তার পিঠে উঠে বসতে।

সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতেই থাকলো। দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো। দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের পানি আটকে রাখতে পারলো না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো "আমি উড়ছি, বাবা, আমি উড়ছি!"

*অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে।

**কালেক্টেড

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337350
২১ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
আবাবীল লিখেছেন : ভালো লাগলো গল্পটা Good Luck
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৭
279085
নাবিক লিখেছেন : থ্যাংকু
337358
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:২০
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৯
279087
নাবিক লিখেছেন : Happy
337364
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪১
279088
নাবিক লিখেছেন : আপনাকেও Happy
337378
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চমৎকার অনুভুতি... Rose Rose Rose অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪২
279089
নাবিক লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
337404
২১ আগস্ট ২০১৫ রাত ১১:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখা ভালো লেগেছে তবে ছবিটি ভালো লাগেনি!! প্রতিকি ছবি ব্যবহার করতে হলে অন্য ছবি ব্যবহার করা যেত।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৪
279091
নাবিক লিখেছেন : হুম বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:২৬
279124
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, ছবি পরিবর্তন করে দেবার জন্য।
337435
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৬
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসলেই আমরা এই পৃথিবীতে কতোজনেরই স্বপ্নগুলো পূরণ করি বা করতে পারি পৃথিবীতে এরকম হাজারো লোকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় কখনো পূরণ হয় না ! সুন্দর ও গঠনমূলক লেখার জন্যে অনেক ধন্যবাদ ।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:০০
279103
নাবিক লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য শুকরিয়া।
337496
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৩
আফরা লিখেছেন : এই গল্পটা দিয়েই আমি ব্লগীং শুরু করেছিলাম । ধন্যবাদ ভাইয়া ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
279185
নাবিক লিখেছেন : ওহ তাই, হুম গল্পটা কিন্তু দারুণ!

অনেক শুভেচ্ছা..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File