স্ত্রী বন্ধু হবে কেন? স্ত্রী তো স্ত্রীই !!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪১:৪২ রাত
আচ্ছা বলুন তো- স্ত্রী আবার বন্ধু হতে যাবে কেন? স্ত্রী তো স্ত্রীই। (স্ত্রীকে যারা গোলাম ভাবে তারা এক বিকৃতজাতের মানুষ। )
তিনি বন্ধুর চেয়েও অনেক কাছের ও মূল্যবান। স্ত্রী হলেন আমার সন্তানদের মা। মায়ের মূল্য বন্ধুদের চেয়েও অনেক অনেক কাছের।
আমার স্ত্রী আবার আমার নাতি-পুতিরও দাদী-নানী। স্ত্রী আমার নিজেরও আপন, আমার ছেলে-মেয়েদেরও আপন, আমার নাতি-পুতিদেরও আপন- সারাকালের আপন। কিন্তু বন্ধু আমার এতো আপন নয়, আপন নয় আমার আপনদের। বন্ধু তো সারা জীবনই বন্ধু, এর বেশী কিছু নয়, তাও তিনি বন্ধু শুধু আমার; আমার ছেলে-মেয়েদেরও না।
তাই আমরা একান্ত কাছের অতি আপন স্ত্রীকে বন্ধুর সাথে তুলনা দিয়ে যেন স্ত্রীকে খাটো না করি। স্ত্রীকে যা বলা যায় বন্ধুকে তা বলা যায় না। স্ত্রীকে যত কাছে পাওয়া যায় বন্ধুকে তত কাছে পাওয়া যায় না।
তাই, স্ত্রীর সাথে বন্ধুর তুলনা দেওয়া নিখুঁত সাহিত্য-বিচার নয়।
(এটা কিন্তু আমার স্ত্রীকে খুশী করার জন্যে লিখি নি, লিখেছি সকল স্ত্রীদের মহান মর্যদা ফুটিয়ে তুলতে। তবে প্রকাশের আগে উনার মুচকি হাসি-ভেজা সম্মতি নেওয়া হয়েছে।)
আমার আগের লেখা ছিলোঃ
আত্ম-সমালোচনাঃ আমার দর্শন আছে, নিদর্শন নেই
বিষয়: সাহিত্য
২১৯১ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জটিল প্রশ্ন। তবে মুমিন'দের বেলায় বিষটি ভিন্ন। কোন স্ত্রীকে কি বলতে যায়ে কি বলবেন, শেষমেষ সতিন'দের মাঝে না জানি গোলমান বেঁধে যায়।
সাধারণত কোন ছেলে মেয়ে যদি বন্ধুত্ব হয় সেখানে দেখা যায় যে চাইনিজে যাওয়া , কিছু গিফট কিনে দেওয়া , বই/নোটস্ জোগাড় বা ফটোকপি করে দেওয়া - এসব ছেলে বন্ধুটিকেই করতে হয় । হয়ত ছেলেটি মেয়েটিকে প্রেমিকা পরে বউ হিসেবে পাবে বলেই এরকম ছ্যাবলামী করে থাকে ।
মেয়েরা এসব ভালই বোঝে । কিন্তু তারা ছেলেদের মত বোকামী করে না । তবে ছেলেটিকে নাকে দঁড়ি দিয়ে ঘুরিয়ে নিজের কার্য সিদ্ধি করতে তারা ওস্তাদ । যখন ছেলেটি এসব বুঝতে শুরু করে তখনই সে বন্ধু পাল্টায় । এখানে তার কোন কৈফিয়ত নেই যে, সে ছেলেটির কাছ থেকে নিয়ে গেল ঠিকই কিন্তু দেবার সময় সটকে পড়লো ।
বিয়ে কিন্তু পারষ্পরিক দায়িত্ব ও কর্তব্যের ব্যাপার । ছেলে বন্ধুদের কাছ থেকে পেতে পেতে আর না দিতে দিতে মেয়েদের এই স্বভাব গড়ে উঠেছে যে ছেলে মেয়ে সম্পর্ক হচ্ছে ''ছেলে শুধুই দেবে আর মেয়ে শুধুই পাবে'' - এরকম কিছু একটা ।
বিয়ে যেহেতু মেয়েটির একটা ছেলের সাথেই হয় সেহেতু সে এটাকে বন্ধুত্বের মতই মনে করে যাতে তাকে ছেলেটি(স্বামীর)র জন্য কোন দ্বায়িত্বই পালন করতে না হয় ঠিক যেমনটা সে করে এসেছে ছেলে বন্ধুদের সাথে ।
সব কিছু তো সে তার একজন ছেলে বন্ধুদের কাছে পায় না । একেক জনের কাছ থেকে একেক রকম সুবিধা পায় । কিন্তু সব ছেলে বন্ধুও তো আর ছ্যাবলা হয় না । ইদানিং কিছু কিছু ছেলে চালাক হতে শিখেছে । তারাও একাধিক মেয়ে বন্ধু রাখে । আখেরে এই চালাকি কোন কাজেই আসে না কারণ , মেয়েদের সাথে যে কোন সম্পর্কে জড়ানো মানেই টাকা খসানো।
স্বামীর কাছ থেকে স্ত্রী সব কিছু পায় এবং পেতে এনটাইটেল্ড মেয়েরা । দিতেও এনটাইটেলড ।
কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে সেক্স ছাড়া আর কিই বা দিতে পারে ?
যে কোন সম্পর্কে কিছু পেতে হলে কিছু দিতে হয় বা দেবার যোগ্যতা/মানসিকতা থাকতে হয় । না হলে সে সম্পর্ক টেকে না ।
তবে অনেক সমস্যাই কমে যেত।
কথাটা ঠিকই বলেছেন।
Click this link
কথাটা ঠিকই বলেছেন আপুনি। পুরুষের মধ্যে যারা এমনটি করে তাদের সু-বুদ্ধি হোক
লগ-ইন না করেই পড়েছিলাম- তখন মন্তব্য করতে পারিনি!
"স্ত্রী"র অবস্থানটি এমন- যার হাতে আমার আখেরাতের ফায়সালার "গোয়েন্দা-রিপোর্ট"! অন্য কিছু দিয়েই এর সমান হবেনা!
জাযাকুমুল্লাহ...
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিণি বলেন, "আমার বন্ধু স. বলেছেন..."
আমি আরবীতে কাচা, কিন্তু যিনি অনুবাদ করেছেন তিনি নিশ্চয়ই কাচা নন।
মন্তব্য করতে লগইন করুন