দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩০:২০ সকাল
কাউকে আঘাত করা বা হত্যা করা ঘোরতর অন্যায়ের কাজ,হোক সে নাস্তিক অথবা আস্তিক।
কোরআন হাদিসের কোথা ও উল্লেখ নেই যে কাউকে জোর করে ইসলামের আস্তিক বানাতে হবে,আস্তিক না হলে তাকে হত্যা করতে হবে।
যদি এমন কোনো সুযোগ থাকতো তাহলে ওমর (রাঃ)
তরবারি থেকে কোনো ইহুদি রেহাই পেতো না।
ইসলাম হলো শান্তির আশ্রয়স্তল।
ব্লগার অভিজিৎ রায়কে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষনিক কেউ ই জানেনা,এ রকম একটা হত্যাকান্ড অবাঞ্চনীয়,এমন মৃত্যু আমরা কেউ ই কামনা করি না।
কার মৃত্যু কখন কিভাবে হয় বা হবে তা একমাত্র মহান রাব্বুল আলআমিন ছাড়া কেউ জানার কথা নয়।
কিন্তু না জেনে না বুঝে কিছু মন্তব্য করা কতটুকু সমিচীন তা আমার জানা নেই...!
আমাদের দেশের কাছু শিক্ষিত বিবেকহীন মানুষ আছে যারা কথায় কথায় বিএনপি জামায়তের উপর দোষ চাপিয়ে দেয়।
এই বিবেকহীনদের বেপাস বক্তব্যের কারনে আসল খুনি পর্দার আড়ালে থেকে যায়,নির্যাতিত হয় নিরীহ মানুষ।
আফসোস হয় এই বিবেকহীন শিক্ষিত মানুষ গুলার জন্য,নিজের একটু স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে জঙ্গি বানাতে দ্বিধাবোধ করে না।
এই বেপাস মার্কা বিবেকহীন গুলোকে আমাদের বর্জন করা উচিত,এগুলা সমাজের আবর্জনা হয়ে গেছে।
যতদিন এই গুলার মানসিক পরিবর্তন না হবে ততদিন আমাদের সমাজ এবং দেশের পরিবর্তন হবে না।
"দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য"
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখার সূচনাতেই ইসলামিস্টদের প্রতি আপনিও ইংগিত করলেন! আইনের শাসন সবারই কাম্য কিন্তু বর্তমানে তা কোথায়?
ইসলাম হলো শান্তির আশ্রয়স্তল।
মন্তব্য করতে লগইন করুন