আত্ম-সমালোচনাঃ আমার দর্শন আছে, নিদর্শন নেই

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৯:৪৪ রাত

আমার এক বন্ধু, যিনি আমার একজন খোলা তরবারীর মত সমালোচক, বরাবরের মতই আজ একটা বিষয়ে আমার চোখ খুলে দিয়েছেন।

কোন এক প্রসংগে তিনি আজ আমাকে বললেনঃ

আমার নাকি দর্শন আছে, কিন্ত দর্শনের নিদর্শন নেই।


তার মানে হলোঃ বিভিন্ন সময়ে আমি দর্শন দেই; কিন্তু আমার সেই দর্শনের বাস্তব নমুনা ও নিদর্শন নেই।

কথাটা হয়ত একেবারেই মিথ্যা নয়। একজন শিক্ষক হিসাবে আমার যা দেওয়ার সম্ভাবনা ছিলো, তার অনেক কিছুই দিতে পারি নি। এটার জন্যে কাউকে দোষ না দিয়ে নিজেই দায়-দায়িত্ব নিতে চাই।

বিজ্ঞানের দুইটি শাখা আছেঃ তাত্ত্বিক ও ফলিত। যারা তত্ত্ব দেন তাদের পক্ষে নিদর্শন রেখে যাওয়া সব সময় সম্ভব হয় না।

আর আমাদের মত ছাপোষা পেশালোভীদের দিয়ে বড় কিছু হয়ও না কোনদিন। যারা চাকুরীর দাস, তাদেরকে শুধু কিছু দর্শন দিয়েই ক্ষান্ত বা তৃপ্ত হতে হয়।

জীবনে বড় কিছু করতে হলে তার জন্যে নিবিড়মনে একাধারে কঠোর পরিশ্রম ও ত্যাগ করতে হয়। এরপর আল্লাহ তায়ালার কাছ থেকে বিশেষ অনুকম্পার আশা করা যায়। আমি তো বড় কোন ত্যাগ না করেই অনেক বড় কিছু পেতে চেয়েছি। যা একটা বিম্বিত বোকামী।

দর্শনের নিদর্শন তারাই রেখে যেতে পারেন যারা জন্মেছেন মহামানব হয়ে। আমি সাক্ষ্য দিচ্ছি- আবুল কালাম আজাদ জন্মেছেন একজন অতি সাধারণ মানুষ হয়ে।

(হাসির জন্যে বলছি- তার মত একজন সাধারণ মানুষের কাছ থেকে কিছু দর্শন পাওয়াটাও তো সৃষ্টির এক অসাধারণ নিদর্শন। )

সকল অবস্থায় সকল প্রশংসা সেই মহামালিকের !!

বিষয়: সাহিত্য

১৫৯৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306025
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৩
247629
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : একজনের ব্যর্থতা দেখে? দুষ্টু কোথাকার !!
306026
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৭
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।আপনাদের সঠিক দর্শন দিয়ে যেতে থাকেন।আর সেই দর্শন বর্তমানে আমাদের মত অন্ধদের জন্য ও পরবর্তী জেনারেসানদের জন্য সঠিক পথে চলার নিদর্শন হয়ে থাকবে ইনশাল্লাহ।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০৪
247630
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সে রকম পীরও হই না, আর এতো উদার মুরীদ ও নেই।
আমাদের লেখা অন্যরা নিজেদের নামে ছাপিয়ে নাম ও পয়সা কামাচ্ছেন, জানেন?
ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২০
247632
সত্যলিখন লিখেছেন : সবার তো ক্ষুদা লাগে ।কিন্তু গাড়িড় চাকা না ঘুরলেও পেটের চাকা তো সারাক্ষন ঘুরছে। তাই বউ বাচ্ছার কান্না থামানোর জন্য না হয় আপনাদের উচ্ছিষ্ঠ দিয়ে যদি দুই মুঠো খাবার পরিবারকে খাওয়াতে পারে ।তাতে ছওয়াবটা তো আপনারাই পাচ্ছেন ।এটাও দর্শনের সঠিক নিদর্শন।তাই এখানেও মন খারাপের কিছুই নেই।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩০
247633
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কঠিন কথা !!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৪
247635
সত্যলিখন লিখেছেন : আল্লাহ পৃথিবীতে দুই শ্রেনীর মানুষকে উদারতা মহত্ব ও নিঃস্বার্থ কল্যানকামী হওয়ার ক্ষমতা দান করেছেন। ঐ দুই শ্রেনীর এক শ্রেনী হলেন বাবা মা আর দ্বিতীয় শ্রেনী হলেন সন্মানিত শিক্ষক মন্ডলী।আর এই দুই শ্রেনী থেকে শিক্ষা নিয়ে মানুষ মনুষত্ব অর্জন করে পৃথিবীতে বেচে থাকে। সেই দৃষ্টিকোন থেকে আমার কথা বেশি কঠিন হয়ে থাকলে ক্ষমাপার্থী।আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতের সকল উত্তম পুরুস্কার দান করুন। আমিন ইয়া রাহমানুর রাহিম।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫০
247640
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমি ইতিবাচক অর্থেই বলেছি 'কঠিন কথা'। ক্ষমা চাওয়ার কিছু নেই।
306027
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫২
দ্য স্লেভ লিখেছেন : নিদর্শসের দরকার নেই,অনিদর্শন হয়েই আমাদের মাঝে থাকুন.....আমাদের দোয়ায় ভেসে যাবেন এবং ইনশাআল্লাহ একদিন জান্নাতের দরজায় গিয়ে উঠবেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৫
247641
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বস, দোয়াটা সিরিয়াসলিই নিলাম। আমীন। ওখানে যেন আপনার সাথে সুখ-সাক্ষাৎ হয়। আবার আমীন।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৭
247671
দ্য স্লেভ লিখেছেন : বান্দা কি আল্লাহর বিষয় বুঝতে পারে ?? পারে ,কুরআন সুন্নাহতে আল্লাহর সম্পর্কে যতটুকু জানানো হয়েছে ঠিক ততটুকু পারে।

আপনাকে একটা সহিহ হাদীস শোনাচ্ছি। "আল্লাহ তার দয়ার এক ভাগ সকল প্রাণীকে দিয়েছেন।" আর সেই এক ভাগ দয়ার ক্ষুদ্র ভগ্নাংশের বহু নজির দেখে আমরা হতবাক হই। বিলিয়ন বিলিয়ন মানুষ আর অজস্র প্রানীকুলের দয়া কখনও কখনও বিভিন্ন ভিডিওতে দেখা যায়। অবাক হই্ এ সবই অতি ক্ষুদ্র ভগ্নাংশ...

এবার হাদীসটির শেষ অংশ শুনাচ্ছি। " আল্লাহ আখিরাতে তার দয়ার ৯৯% প্রকাশ করবেন।" সূত্র মনে করতে পারছিনা,তবে এটি বুখারী,মুসলিম অথবা প্রখ্যাত রেওয়ায়েতে এসেছে।


এবার মাথায় হাত দিয়ে আপনার ভাবার পালা। আপনি আল্লাহর দয়ার উপর নির্ভর করবেন কিনা সেটা আপনার বিষয়।

কাহিনী এই যে-আমি আল্লাহর উপর নির্ভর করে আপনার জান্নাতুল ফিরদাউসের বিষয়ে প্রার্থনা করেছি। এই পাপী বান্দাকে আল্লাহ তো কোনো এক সময়ে ভালবেসে তার দোয়া কবুল করে নিতে পারে। আল্লাহ সিদ্ধান্ত গ্রহনে একক। কোনো পাপীর দোয়াও আল্লাহ কবুল করেন,আবার অনেক আলিমের দোয়াও প্রত্যাখ্যাত হতে পারে।

তাইলে আমার জন্যেও দোয়া করেন,যাতে আল্লাহ আমাকে দুনিয়া,কবর,আখিরাত কোথাও শাস্তি না দিয়ে স্রেফ ক্ষমা করে দেন। আমি ক্ষমার যোগ্য না হলেও যেন বলেন-যা, তোকে মাফ করে দিলাম-আমি ৭ নং জান্নাতের দিকে অগ্রসর হলে,তিনি যেন আবার একটা ঝাড়ি দিয়ে বলেন-ওদিকে না, জান্নাতুল ফিরদাউসের দিকে যা.....আপনাকে সেখানে দেখে অখুশী হওয়ার কারন নেই।...

সকল ক্ষোভ মুছে ফেলুন। সোজা হয়ে দাড়ান। মাথা নত করুন আল্লাহর সামনে আর বলুন-আপনার পক্ষ থেকে যা কিছু পেয়েছি এবং পেলাম তা শুকরিয়ার সাথে গ্রহন করলাম। স্রষ্টার উপর সন্তুষ্ট থাকুন।



306030
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:২৫
সালাম আজাদী লিখেছেন : হাহাহাহাহা, কথা টা এত ভারি হবে বুঝিনি। আপনার শরীর থরথর করে কেঁপে উঠেছিলো। বাসায় এসে এই অপকর্মের কথা বলে অনেক বকার সম্মুখীন হয়েছি, আমাকে বলা হলো: তার তো দর্শন আছে, তোমার না আছে দর্শন না আছে নিদর্শন। আছে শুধু মেজাজ, আর ছো্ট মুখে বড় বড় কথা।
আমি বল্লাম, উনাকেই বলতে পারি বলেই তো দুনিয়ার মানুষ সেই কথা গুলো জানতে পারে........ভুল স্বীকার করতে কোন লজ্জা পাচ্ছিনে। Worried
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪১
247685
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সত্য কথা বলে লজ্জা পাওয়া মহামানবের কাজ।
306040
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শিক্ষক হচ্ছেন জাতি গড়বার কারিগর। জ্ঞানীরা কখনো নিজেকে জ্ঞানী বলে দাবি করেনা, তারা সবসময় নিজেকে তুচ্ছ ভাবেই। এতেই তাঁর জ্ঞানের পরিচয় আরোও বেড়ে যায়।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৩
247686
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভাববার জন্যে তুচ্ছ নয়; তুচ্ছ তাই ভাবি।
আপনার মন্তব্যের জন্যে অনেক শুকরিয়া।
306053
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দর্শন ছাড়া কি নিদর্শন তৈরি হয়??
আল্লামা ইকবালকে তৎকালিন গভর্নর শামসুল উলামা উপাধি দেওয়ার উপযুক্ত মানুষের কথা জানতে চাইলে তিনি তার শিক্ষক সৈয়দ মির হাসান এর নাম করেন। গভর্নর জানতে চান তার কোন গ্রন্থ আছে কিনা। আল্লামা ইকবাল জবাব দেন তার জিবন্ত গ্রন্থের নিদর্শন আমি।
এই ব্লগে আপনার লিখা পরে আমরা যারা উপকৃত হচ্ছি তারা আপনার নিদর্শন নয়কি!!!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৬
247687
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনি ডাক্তার হলে রোগীদের ঔষুধ লাগত না; স্বান্তনায়ই উপশম হয়ে যেত।
জানি না, আমার কোন ইকবাল আবার এমন একটা উপাধি দিয়ে ফেলে !!
আসলে, প্রত্যেক মানুষই আল্লাহ পাকের একেকটা জীবন্ত নিদর্শন।
306061
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪২
হতভাগা লিখেছেন : নিদর্শন না দেখাতে পারলে সে দর্শনে কোন কাজ হয় না ।

টেলিপ্যাথীর মাধ্যমে থিউরীটিক্যালী মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় । প্র্যাকটিক্যালী কি তা দেখা যায় ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
247688
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : একদম কাজের কথা বলেছেন। আপনি নামে হতভাগা হলেও আমি কাজের !! দুজনেরই মিল আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File