পিলখানায় বিদ্রোহে জড়িত যুবলীগ নেতা লিটন কার নির্দেশে ছাড়া পেয়ে বিদেশে পালিয়ে গেল?

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫২:২৯ সকাল







২০০৯এর ২৫শে ফেব্রুয়ারীর পিলখানা বিদ্রোহের পূর্বে আওয়ামীলীগ নেতা তোরাব আলী ও তার পুত্র যুবলীগের নেতা লেদার লিটন লিফলেটের মাধ্যমে বিডিআর জাওয়ানদের ক্ষেপিয়ে তুলে। বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পিলখানার পশ্চিম পার্শ্বের এলাকায় লিটন বিদ্রোহকারী বিডিআরদের পক্ষে মিছিল করে জনসমর্থন আদায়ের চেষ্টাও করে এই লেদার লিটন। তার বিরুদ্ধে সেনা হত্যার নায়কদের পালিয়ে যেতে সাহায্য করা এবং পিলখানা হতে মারাত্নক অস্ত্র লুটেরও অভিযোগ আছে। বিশেষ করে বিদ্রোহে বিডিআরের খোয়া যাওয়া অস্ত্র সে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তুলে দেওয়ার রিপোর্ট আছে;

২০০৯এর ২৫শে ফেব্রুয়ারীর পিলখানা বিদ্রোহের পূর্বে আওয়ামীলীগ নেতা তোরাব আলী ও তার পুত্র যুবলীগের নেতা লেদার লিটন লিফলেটের মাধ্যমে বিডিআর জাওয়ানদের ক্ষেপিয়ে তুলে। বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পিলখানার পশ্চিম পার্শ্বের এলাকায় লিটন বিদ্রোহকারী বিডিআরদের পক্ষে মিছিল করে জনসমর্থন আদায়ের চেষ্টাও করে এই লেদার লিটন। তার বিরুদ্ধে সেনা হত্যার নায়কদের পালিয়ে যেতে সাহায্য করা এবং পিলখানা হতে মারাত্নক অস্ত্র লুটেরও অভিযোগ আছে। বিশেষ করে বিদ্রোহে বিডিআরের খোয়া যাওয়া অস্ত্র সে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তুলে দেওয়ার রিপোর্ট আছে;

পিলখানা থেকে খোয়া যাওয়া ১০ অস্ত্র শাহাদাত বাহিনীর হাতে

দৈনিক সমকাল ৩রা অক্টোবর ২০০৯

বিডিআর বিদ্রোহ ব্যার্থ হওয়ার পর তার পিতা তোরাব আলী গ্রেফতার হলেও লেদার লিটন পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম হতে RAB গ্রেফতার করে। কিন্তু হাসিনা সরকারের প্রভাবশালীদের হস্তক্ষেপে লিটন জেল থেকে ছাড়া পায় এবং এর পর দেশ থেকে পালিয়ে যায়। ২০০৯এর বিডিআর বিদ্রোহে জড়িত এক গুরুত্বপূর্ণ ব্যাক্তি কিভাবে গ্রেফতার হয়েও এত সহজে ছাড়া পায় এবং দেশে থেকে চম্পট দেয় যার উত্তর আজও অজ্ঞাত!

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306035
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : আপনার নাসির উদ্দিন পিন্টুর খবর কি?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২০
247668
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : আপনের ৮৬র জাতীয় বেঈমান হাসিনার খপ্পড়ে পড়ছে আরকি! Smug
306050
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২০
হতভাগা লিখেছেন : সেনাবাহিনীর জন্য সম্ভাব্য সবকিছু করবেন জননেত্রী শেখ হাসিনা
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২১
247725
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : সেনাবাহিনী তুলে দিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে আরকি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File