আসছে মাসিক পত্রিকা যাইতূনঃ আপনিও আসুন
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ এপ্রিল, ২০১৪, ০১:৪২:০৩ দুপুর
অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর 'যাইতূন' নাম দিয়ে একটা মাসিক পত্রিকা বের করার সিদ্ধান্ত নিয়েছি।
১- এটা হবে বাংলায়।
২- থাকবে গল্পাকারে আমাদের জীবনের ছোট ছোট সুন্দর ঘটনা ও কথা।
৩- এখানে মূলতঃ পাঠকরাই হবে লেখক।
৪- এটা কোন দলীয় পত্রিকা নয়।
৫- এটা হবে ভালো, সত্য ও সুন্দরের পত্রিকা।
৬- এখানে থাকবে না কোন ঘৃণা, অযথা আক্রমণ বা অবহেলা।
৭- লেখকের চেয়ে লেখার ভাব, ভাষা ও বাণীই হবে বিবেচ্য।
৮- প্রথম সংখ্যা বের হচ্ছে জুনের (২০১৪) মাঝামাঝি ইনশাআল্লাহ।
৯- লেখা হতে হবে বাংলায় ও সর্বাধিক এক পেইজের (৩০০ শব্দের) এর মধ্যে।
১০- এটা কখনো গবেষণা ম্যাগাজিন নয়, কাজেই ভাষা হতে হবে সাধারণের খুবই কাছাকাছি।
১১- কোন লেখা ক্রমশঃ চলবে এমন হবে না। তবে, বিষয় ভিত্তিক কোন লেখা ক্রমান্বয়ে আসতে পারে। সে ক্ষেত্রে চলতি সংখ্যার লেখাকে অসমাপ্ত রাখা যাবেনা।
১২- পশ্চিমা দুনিয়াতেই এই পত্রিকা প্রকাশ হলেও তা পৌঁছে যাবে দুনিয়ার আনাচে-কানাচে সকল বাংলা ভাষাভাষীদের কাছে।
১৩- এটা অনলাইন ও প্রিন্ট ভার্সনে যাবে।
১৪- প্রথম সংখ্যা হবে প্রায় ২০ হাজার কপি।
এই ব্লগে অনেক ভালো ভালো লেখক আছেন। ইতোমধ্যে তাদের কারো কারো লেখে পেয়েও গেছি।
আশাকরি, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
আপনার সুন্দর লেখাটা তাড়াতাড়ি এই ঠিকানায় পাঠিয়ে দিনঃ or
সম্পাদনা পরিষদে আছেন ডঃ সালাম আজাদী, শায়খ মাহমুদুল হাসান ও শায়খ আব্দুর রহমান মাদানী।
অসসালামু আলায়কুম,
ডঃ আবুল কালাম আজাদ
সম্পাদক, যাইতূন
বিষয়: সাহিত্য
২১২০ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখি না, অবশ্যই লেখা দিবেন, প্লিজ।
উদ্যোগটি সফল হোক।
ওস্তাদ! আমারে এক্কান চান্স দিবেন নি?
"চান্স" লেখিয়ে হিসেবে মোরে একবার সুযোগ দিলে গ্যাঞ্জাম কারে কয় এবং কত প্রকার ও কি কি সব বিনে পয়সার শিখিয়ে দিমু।
একদম ফ্রি!
এ অপার চলবে যতদিন পরযন্ত মোর লিখন আপনার যাইতুন গাছের ডালে না লটকানো হবে ততদিন।
বি. দ্র. খাটি যৈতুন তৈল না পেলেও প্রয়োজনে কেরোসিন তৈল অথবা পোড়া মুবিল মালিশ করমু।
নিনে শুদ্ধ আবার কমেন্ট করছি।
ওস্তাদ! আমারে এক্কান চান্স দিবেন নি?
"চান্স" লেখিয়ে হিসেবে মোরে একবার সুযোগ দিলে গ্যাঞ্জাম কারে কয় এবং কত প্রকার ও কি কি সব বিনে পয়সায় শিখিয়ে দিমু।
একদম ফ্রি!
এ অপার চলবে যতদিন পরযন্ত মোর লিখন আপনার যাইতুন গাছের ডালে না লটকানো হবে ততদিন।
বি. দ্র. খাটি যৈতুন তৈল না পেলেও প্রয়োজনে কেরোসিন তৈল অথবা পোড়া মুবিল মালিশ করমু। তবুও নাচোড় আন্ধা হিসেবে চোখে চশমা লাগামু।
ভালো একটা কাজ করতে যাচ্ছেন। সৃজনশীল কাজ। আপনাকে অভিনন্দন।
পত্রিকাটি বাংলা আর নাম দেখি "জাইতুন"!!
বাংলা নামের সন্ধান করতে পারলে আরো ভালো লাগতো।
পত্রিকা প্রকাশের সময় অনেক সুন্দর সুন্দর কথা শুনে থাকি। অনেক প্রতিশ্রুতিও দিয়ে থাকে অনেকে। পরে দেখা যায় পত্রিকাওয়ালারা ধীরে ধীরে সেই কথার ধারে-কাছেও থাকে না। কথায় আর কাজে তেমন মিল পাওয়া যায় না। মাঝখানে আমরা মানে পাঠকেরা ঠকি।
আপনি যেহেতু অনেক বড়ো আলেম, আপনাকে টিভিতে ওয়াজ করতে দেখি, আপনাতে বিশ্বাস হারানো পাপ।
আপনার কথায় আর কাজে ষোলোআনা মিল থাকবে এতে কোনো সন্দেহ নাই। তাই না??
আপনি এগিয়ে যান, ভালো মানুষেরা এবং মহান আল্লাহ্ সবসময়ই পাশে থাকেন।
সৃজনশীল ও মহতী কাজে আপনার সাফল্য কামনা করি।
লেখক হিসেবে যোগ্য না হলেও অন্তত একজন পাঠক হিসেবে তো আছিই। এগিয়ে যান স্যার।
পড়বো, ইনশাআল্লাহ...
আমাদের জন্য
দোয়া করবেন...
In Bangladesh prospective try to initiative a real Islamic daily you can thinking which will be not the any political partial who really wants to know more islam, real islam, daily questions-answers,many islamic daily relative matters..I think if we can it will be big popular.
মন্তব্য করতে লগইন করুন