খাঁটি কথা বলার জন্যে মুখ খারাপ করার দরকার নেই
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৪ মার্চ, ২০১৪, ০৫:৩১:৪৭ বিকাল
হ্যাঁ, আপনি যা বলছেন তা হয়ত ১০০% সঠিক।
তবে, মনে রাখতে হবে, এই খাঁটি কথাটি অন্যকে বলার জন্যে বা লেখার জন্যে মুখ খারাপ করার দরকার নেই বা দরকার নেই তা অরুচিকরভাবে বলার ।
আপনাকে যদি কেউ গালিও দেন, আপনি একজন ভালো মানুষ হলে তার উত্তরে আপনি তাকে গালি দিবেন না। আপনার যতই রাগ হোক না কেন, আপনাকে সে রাগ নিয়ন্ত্রণ করে পরিমিত শব্দ ব্যবহার করতে হবে।
আমাদের মহানবী (স) এর মত খাটি মানুষ কতো খাটি কথা বলেছেন। তাকে কত লোক কত কষ্ট দিয়েছে। জীবন নিতে চেয়েছে। তাই বলে তিনি কখনো কোথাও কোনদিন কারো সামনে মুখ খারাপ করেন নি।
সত্যকে সব সময় সুন্দর ভাষায় বলাটাই ইমানের দাবী। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর গুণটা সব সময় আমল করার তৌফিক দেন।
== আগের লেখা ছিলোঃ যেখানেই মুসলিম সেখানেই ময়লা??!!
বিষয়: বিবিধ
২৭৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার জানতে ইছ্ছে করে- আবু জাহেলের আসল নাম কি??
আর তখনই বোধ হয় মাথায় গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়।
কিন্ত আমাদের দেশের অসুবিধা হলো মুখ খারাপ এবং বদরাগি দেরই আমরা জ্ঞানি মানুষ বলে মনে করি। বিশেষ করে শিক্ষকদের জন্য এটি বেশি প্রযোজ্য। যে শিক্ষক যত রাগি অভিভাবকরা তাকে ততই ভাল মনে করেন।
যাজ্জাকাল্লাহ খায়ের
যাযাকাল্লাহু খাইরান।
অল্পতে অনেক শিক্ষণীয় কথা বলেছেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন