প্রিয়া হে!

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৪ মার্চ, ২০১৪, ০৫:১৪:৫১ বিকাল



ভরাতে মোর শুন্য ঝুলি এসো তুমি

ছাপিয়ে দিতে প্রেমের ডালি এসো তুমি

শুন্যতা মোর হয়ে গেছে বন্ধু ওগো

দীন হয়ে তাই একলা বসে আছি ওগো

ঘুচাও তুমি আমার মনের দুঃখ যত

সাজাও আমায় তুমি তোমার মনের মত

বিন্দু বিন্দু করে,

সিন্ধুসম ভালবাসায় সিক্ত কর মোরে।

জাগাও মনের শক্তি যত, খোলো পায়ের শিকল তত

বিশ্বভুবন জয় করিতে পাঠাও দেশান্তরে।

আমি নাই যেন পাই ভয়, ভয়কে যেন করতে পারি জয়

তোমার প্রেমের শক্তি নিয়ে, আধাঁর রাতের দীপ্তি হয়ে

বিশ্বটাকে বানাব আমি শান্তি-প্রেমের ভূমি

ধন্য হবে ওগো! ধন্য হবে তুমি

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File