আমার মৃত্যু বিষয়ক চিঠি পেলাম

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৫০ রাত

আমি বৃটেনের বৃহত্তম শিক্ষক সংগঠন ন্যাশনাল টিসার্স ইউনিয়নের সদস্য ছিলাম। কোন এক কারণে তাদেরকে একটা ইমেইল দিয়ে জানালাম যে আমার সদস্যপদ আপাতত স্থগিত করুন।

কিছুদিন পর তাদের কাছ থেকে একটা ভারী চিঠি পেলাম। চিঠিটা খুলে আমার চোখ তো একেবারেই চড়ক গাছ। তারা আমার পরিবারকে উদ্দেশ্যকরে লিখেছে যে, আমরা শুনে খুবই দুঃখিত হলাম যে ডঃ আবুল কালাম আজাদ আর বেচে নেই এবং এরপর আমার পরিবারের কি কি করণীয় তা তারা বিস্তারিত লিখেছে।

আমি তা দেখে টের পেলাম, আমার সত্যিকার মৃত্যু হবার পর আমার পরিবারের লোকেরা এই চিঠি সহ আরো অনেক চিঠি পাবে এবং তাদের মনের অবস্থা কি হবে তা সহজেও অনুমেয়।

এই চিঠি পেয়ে আমি ভয় পাই নি। কারণ, আমি জানি- মৃত্যু একদিন আসবেই। তবে, আমি সেই চিঠি সাথে সাথে ডাস্টবিনে ফেলে দেই। কারণ আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা তা দেখলে হয়ত ভয় পেয়ে যেতেন।

আমরা জানি আমরা মরব, কিন্তু সে কথা ভুলে যাই। কিন্তু ভুলের মধ্যেই এক সময় সে এসে হাজির হবে।

তাই, সব সময় মৃত্যুর জন্যে প্রস্তুত থাকাটাই বুদ্ধিমানের কাজ

(আমি এরপর তাদেরকে একটা ইমেইলে জানিয়েছিলাম যে, আমি তোমাদেরকে আমার সদস্যপদ স্থগিত করার অনুরোধ করেছিলাম, কিন্তু তোমরা আমাকে মৃত্যু ঘোষনা করে চিঠি দিয়েছো। আমি কিন্তু এখনো বেচে আছি। পরে তারা ক্ষমা দেয়ে ও দীর্ঘায়ূ কামনা করে আরেকটা চিঠি দেয়)।

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171023
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আপনাকে হায়াত দান করুক ,,আমীন
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
124829
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমিন
171025
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
সিকদারর লিখেছেন : ভাই আপনার হায়াত এবার আরও বেড়ে। যারা মরনের আগে মৃত্যুর সংবাদ পায় তাদের হায়াড় নাকি বেড়ে যায়। এর কারন হল ঐ সংবাদের কারনে মৃত্যু ভয় বেড়ে সেই সাথে বেড়ে যায় নেক আমল। নেক আমলের কারনে হায়াতও বেড়ে যায়। এটা শুধু ঈমানদার মুসলমানদের জন্য ।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
124844
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "যারা মরনের আগে মৃত্যুর সংবাদ পায় তাদের হায়াত নাকি বেড়ে যায়।" কোর'আন হাদিসে কোন ইঙ্গীত আছে নাকি এ ব্যাপারে?
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪২
124845
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন
171029
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫০
ইমরান ভাই লিখেছেন : ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহীর রাজিউন,
আল্লাহ আপনার হেফেজত করুন।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
126225
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন।
171047
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
আহমদ মুসা লিখেছেন : আল্লাহ আপনাকে এবং উম্মাহর সকল চিন্তাশীল রাহবারদেরকে হেফাজত করুক এবং তাদের কাছ থেকে মুসলিম উম্মাহ যেন আরো বেশী বেশী দিকনির্দেশা পায় সেই প্রার্থনাই করছি।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
126226
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : একটা ব্যস্তমুখর তাকওয়াভরা দাওয়াতী জিন্দেগী আমার পরম কাম্য, তা সেটা দীর্ঘহোক বা খাটো হোক।
শুকরিয়া ভাইজান।
171068
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
সাদাচোখে লিখেছেন : মৃত্যু আমাদের পাশে লিটারেলী একটা জলন্ত রিমাইন্ডারের মত, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভেসে উঠছে, কানে বাজছে - যা মিস করা/এড়ানো কোনভাবেই সম্ভব নয়।
এই ছোট্ট রিমাইন্ডারকে আমরা সবচেয়ে বেশী ইগনোর করছি বলেই - সম্ভবতঃ আমরা এমন করে কখনো হেটে আর কখনো দৌড়ে নিজেদের ধ্বংশ ও নিজেদের সমূহ বিপদ নিশ্চিত এর মাধ্যমে দোজখের ইন্ধনের জন্য সিজনড হচ্ছি।
আল্লাহ আমাদের সেন্স শক্তি বাড়িয়ে দিন, আমাদের বিচার বিবেচনার শক্তি বাড়িয়ে দিন।
171077
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৩
বিন হারুন লিখেছেন : মহান রব আপনার হায়াত বৃদ্ধি করুন.
171086
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
মাটিরলাঠি লিখেছেন : আল্লাহ আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে মৃত্যু দান করুন। আমীন
171111
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৩
আফরোজা হাসান লিখেছেন : আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আপনাকে নেক হায়াত দান করুন। আমীন। Praying Praying
171237
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ইন্নালিল্লাহ Surprised Surprised Surprised
এই পৃথিবীটাকে সাজানোর জন্য আপনার এবং আপনাদের মত লোকজনের আরো বহু বহুদিন বেঁচে থাকা প্রয়োজন Angel Angel Angel
আল্লাহ্‌ উত্তম এবং ফলপ্রসূ হায়াত দিন সবাইকে Praying Praying Praying
১০
171261
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সদস্যপদ স্থগিত করার কোন নিয়ম নাই মনে হয়। তাই বলে মৃত মনে করে চিঠি!
১১
171274
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ আপনাকে হিফাজত করুন এবং হায়াত এ তাইয়্যেবা দান করুন.... আমীন Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File