আমার মৃত্যু বিষয়ক চিঠি পেলাম
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৫০ রাত
আমি বৃটেনের বৃহত্তম শিক্ষক সংগঠন ন্যাশনাল টিসার্স ইউনিয়নের সদস্য ছিলাম। কোন এক কারণে তাদেরকে একটা ইমেইল দিয়ে জানালাম যে আমার সদস্যপদ আপাতত স্থগিত করুন।
কিছুদিন পর তাদের কাছ থেকে একটা ভারী চিঠি পেলাম। চিঠিটা খুলে আমার চোখ তো একেবারেই চড়ক গাছ। তারা আমার পরিবারকে উদ্দেশ্যকরে লিখেছে যে, আমরা শুনে খুবই দুঃখিত হলাম যে ডঃ আবুল কালাম আজাদ আর বেচে নেই এবং এরপর আমার পরিবারের কি কি করণীয় তা তারা বিস্তারিত লিখেছে।
আমি তা দেখে টের পেলাম, আমার সত্যিকার মৃত্যু হবার পর আমার পরিবারের লোকেরা এই চিঠি সহ আরো অনেক চিঠি পাবে এবং তাদের মনের অবস্থা কি হবে তা সহজেও অনুমেয়।
এই চিঠি পেয়ে আমি ভয় পাই নি। কারণ, আমি জানি- মৃত্যু একদিন আসবেই। তবে, আমি সেই চিঠি সাথে সাথে ডাস্টবিনে ফেলে দেই। কারণ আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা তা দেখলে হয়ত ভয় পেয়ে যেতেন।
আমরা জানি আমরা মরব, কিন্তু সে কথা ভুলে যাই। কিন্তু ভুলের মধ্যেই এক সময় সে এসে হাজির হবে।
তাই, সব সময় মৃত্যুর জন্যে প্রস্তুত থাকাটাই বুদ্ধিমানের কাজ
(আমি এরপর তাদেরকে একটা ইমেইলে জানিয়েছিলাম যে, আমি তোমাদেরকে আমার সদস্যপদ স্থগিত করার অনুরোধ করেছিলাম, কিন্তু তোমরা আমাকে মৃত্যু ঘোষনা করে চিঠি দিয়েছো। আমি কিন্তু এখনো বেচে আছি। পরে তারা ক্ষমা দেয়ে ও দীর্ঘায়ূ কামনা করে আরেকটা চিঠি দেয়)।
বিষয়: বিবিধ
১৮৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার হেফেজত করুন।
শুকরিয়া ভাইজান।
এই ছোট্ট রিমাইন্ডারকে আমরা সবচেয়ে বেশী ইগনোর করছি বলেই - সম্ভবতঃ আমরা এমন করে কখনো হেটে আর কখনো দৌড়ে নিজেদের ধ্বংশ ও নিজেদের সমূহ বিপদ নিশ্চিত এর মাধ্যমে দোজখের ইন্ধনের জন্য সিজনড হচ্ছি।
আল্লাহ আমাদের সেন্স শক্তি বাড়িয়ে দিন, আমাদের বিচার বিবেচনার শক্তি বাড়িয়ে দিন।
এই পৃথিবীটাকে সাজানোর জন্য আপনার এবং আপনাদের মত লোকজনের আরো বহু বহুদিন বেঁচে থাকা প্রয়োজন
আল্লাহ্ উত্তম এবং ফলপ্রসূ হায়াত দিন সবাইকে
মন্তব্য করতে লগইন করুন