বন্ধ আজি পাঠশালা
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:২৯:০০ রাত
ফুল ফোটে বাগিচায়
চাঁদ মামা গগনে ,
সুয্যি মামা ডাকে আয়
খেলিব দুই জনে ।
কোকিল কয় গাইতে
ময়ূর পংখী নাচিতে
গাইব নাচব তাক ধিনা ধিন
দাদু ভাই এনে দিবে বীণ ।
সখা-সখি ছুটে আয়
সময় যে বয়ে যায়
ছোটা-ছুটি করিব হেথায় সেথায় ।
বন্ধ আজি পাঠশালা
ভাল লাগেনা একেলা ।
বিষয়: সাহিত্য
১১৩২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ কবিকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
লিখতে থাকুন, সামনে দিকে অগ্রসর হতে থাকুন।
সমাজ এক দিন আপনাকে চিনতে এবং মেনে নিবে এবং মূল্যায়ন করবে।
সুখে থাকুন।
মন্তব্য করতে লগইন করুন