কাব্যগাথা ছলনা...
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:২১:২৬ রাত
হে অন্তরসমুহ.....
ফিরে এস
বাগিচায় আঁকা সবুজের সমারহে
নিঃশ্বাস ছাড় তৃপ্তিতে
প্রশান্তি একে দাও
জীবন থেকে জীবনে
হায় জীবন ত গেল
শেষ হয়ে
অনেকের অবেলায়
দুষিত বায়ুর অন্ধকূপে
মৃত্যুর মুখমুখি
পড়ে রয়
এখনও কেউ কেউ...
চারিদিকে পাখ পাখালির
গুঞ্জন শোনা যায়
শোন...
আর কত কাল
ঘুমন্ত পড়ে রবে
জানাও
সবুজের সাথীরা
দেখ চেয়ে..
শীত চলে যায় যায়
বসন্ত আসে
কচিসবুজ পাখি পাতা
হৃদয়ের কথা
বলে
জীবন সে ত
জীবন্ত কাব্য গাথা
ছলনা।
#নতুন_মস
সূর্য বাড়ি
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন্ত কাব্য গাথা
ছলনা......
তোমার শব্দরা....মাশা আল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন