১২ মাসেই পাল্টে যাবে চরম অসুস্থ বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ জানুয়ারি, ২০১৪, ০৩:১৭:১২ দুপুর

এক বছরেই বাংলাদেশ ভালো হয়ে যাবে?

বিশ্বাস হচ্ছে না। হবার কথাও নয়। কারণ বিষয়টা অনেক জটিল।

কিন্তু আরো জটিলতা হলো যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার ও সমাধান করা দরকার তারা করছেন না। সরকার ও ক্ষমতাসীন দল মনে করছেন না যে দেশে কোন সমস্যা আছে। তাদের চোখে দেশে এখন একটাই সমস্যা, তাহলো বিরোধীদলের কর্মকান্ড। বিরোধী দল মনে করছেন- ক্ষমতাশীন সরকার ও দলই এখন দেশের বড় সমস্যা। সাধারণ জনগণ মনে করছেন তারা মারাত্মক সমস্যায় আছেন। কিন্তু তাদের মুখ খোলার সুযোগ নেই।

এভাবে দেশের মানুষের একেকজনের কাছে শুনবেন একেক রকমের সমস্যা।

কিন্তু আমরা সবাই জানি, অনেক সমস্যার কিন্তু একটা মূল কারণ থাকে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা এই মূল কারণটাই চিহ্নিত করতে পারি নি, বা এ ব্যাপারে একমত হতে পারি নি। এ নিয়ে বাজারে, চায়ের দোকানের, টক শো'তে, পত্র-পত্রিকায় নানা রঙ ও ঢং এর কথা শোনা যায়। অযথা বিতর্ক করতে দেখা যায়।

আমি কোন আতেঁল বা বুদ্ধিজীবি নই। একজন চিন্তিত ও কষ্ট-ক্লিষ্ট নাগরিক হিসাবে কিছু প্রস্তাব করতে চাইঃ

১- বিভিন্ন স্তরে সবাই এক সাথে বসার পরিবেশ ও সংস্কৃতি তৈরী করা দরকার।

২- কে করবেন? আমি, আপনি ও আমরা। আমরা যে যেখানে আছি সেখান থেকেই, আজকেই এই কাজটা শুরু করা দরকার।

৩- যদি আশাকরি, অন্যেরা এটা করবেন, তাহলে এটা কোনদিন হবে না। য়ামরা সবাই যদি মনে করি, আমাকেই আমার ভূমিকা পালন করতে হবে, তাহলে দেখবেন খুব অল্প সময়েই এটা সম্ভব হবে।

৪- একটা ব্যাপারে সবাই একমত হওয়া দরকার যে আমরা একটা সুখী ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।

৫- আমাদের সব সমস্যাগুলো সামনে এনে দেখা দরকার যে এগুলোর মধ্যে আসল সমস্যাগুলো কি।

৬- এবার, অন্যকে দোষারোপ না করে নিজেরাও যে সমস্যার জন্য দায়ী সে কথা স্বীকার করা দরকার।

৭- যে জাতিগুলো উন্নত হয়েছে বা হচ্ছে তাদের কাছ থেকে, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ কোরানে মহানবী (স) এর কথা কম বলে ইতিহাস ও অন্যান্য নবী ও জাতির কথা অনেক বেশী বলেছেন। যাতে করে আমরা শিক্ষা নিতে পারি।

৮- নিজেদের সমস্যা নিজেরা বুঝে নিজেরা সমাধান করার চেষ্টা করা দরকার। ভাড়া করা বুদ্ধি দিয়ে কোন জাতি উন্নত হয়নি।

৯- সমস্যা দেশের। তাই সমাধানও করতে হবে দেশের সবাইকে নিয়ে। একজন বা একটি মাত্র দল এই সমস্যার সমাধান করতে পারবে না।

১০- নির্মূল তত্ত্ব নয়, নির্মলা-তত্ত্ব প্রয়োগ করে এক যোগে এক সাথে ধাপে ধাপে আগাতে হবে।

ফলে দেখা যাবে- ইনশা-আল্লাহ

১ বছরেই বাংলাদেশ হয়ে গিয়েছে এক নতুন সুখী দেশ।

কি শান্তি !!!

আমার আগের লেখা ছিলোঃ ভারত চায় বাংলাদেশ হোক একটা তলাবিহীন ঝুড়ির দেশ হোক

বিষয়: রাজনীতি

১৭৯২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166296
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কেউ না কেউ তো শুরু করতে হবে। আসুন আপনি আমি শুরু করি।
166310
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
কিন্তু পরিবার থেকে শুরু করে সরকার কেউই সমতায় আগ্রহি নয়। পরিবারে যেমন বড়ভাই চায় ছোট ভাই কে উত্তরাধিকারের সম্পদে বঞ্চিত করতে সেরকম রাষ্ট্রিয় ক্ষেত্রেও ক্ষমতাধারি চায় বিরোধিদের নির্মুল করতে।
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
120410
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভাগাভাগি তো কিছু করা লাগে। তবে সেটা মারামারি না করেও হয়।
দেশটা অসুস্থ হলে সবাই যে অসুস্থ হয়ে যান এটা সবাইকে বুঝতে হবে।
অনেক ধন্যবাদ রিদওয়ান ভাই।
166328
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, গোলাপি রে, গোলাপি, ট্রেন তো মিস করলি
বিস্তারিত পড়ুন.....।
Click this link
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
120438
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এ জাতীয় মনোভাব ত্যাগ করতে হবে।
166333
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
120442
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভাই, ধন্যবাদ। তবে, এখন থেকেই কাজ শুরু করতে হবে। আসুন।
166646
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৪
সাইদ লিখেছেন : সবার আগে সরকারকেই এই দায়ীত্ব বেশি করে নিতে হবে.কিন্তু তাদের বডি ল্যন্গুএজ ভালো মনে হচ্ছে না.জনগণ আরো ভয়ে চুপসে যাচ্ছে।
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৬
120833
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : যারা সরকারে থাকেন তাদের দায়িত্ব অবশ্যই একটু বেশী থাকে।
166660
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০২
বাকপ্রবাস লিখেছেন : আমরা কি পারব এত উর্ধ্ব মাত্রাই চিন্তা করতে? আমরা কি পারব এত অত্যাচারিত হবার পরও ক্ষমা করে দিতে? আমরা কি পারব এত অত্যাচার করার পরও আমাকে ক্ষমা করে দেবে সেটা বিশ্বাস করতে? আমরা কি পারব যে অন্যায় অত্যাচার করা হয়েছে তা স্বীকার করে নিত? এগুলোতো মানবিয় গুণাবরি ভাল হোক মন্দ হোক এসব উপদান মানব মস্তিস্কে এসব আছে এগুলো পরিস্কার করার মতো ঘিলু কি আমাদের আছে?
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
120834
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সব কিছু তো করে দেখলাম। এবার এই পথে একটু এগিয়ে দেখি না !! একটু সাহস নিয়ে আগাই, আসুন।
166717
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
120835
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও অনেক শুকরিয়া।
170191
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
অজানা পথিক লিখেছেন : ভাল্লাগছে Thumbs Up
171190
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৮
সাদাচোখে লিখেছেন : আপনার এ লিখাটা পড়ে আমার মনে হয়েছে - আপনি বুঝিবা সত্যই বিশ্বাস করেন - মনে প্রানে, নির্ভেজাল কোন বাংলাদেশী - বাংলাদেশকে ভালবেসে দেশ শাসন করছে?

কিন্তু আমি ব্যক্তিগতভাবে আওয়ামী এ সরকার আসার পর হতে, তাদের সব কাজ কর্মের আলোকে ও বিচার বিশ্লেষন করে কোন ভাবেই মেলাতে পারিনি যে, এ দেশটাকে কোন বাংলাদেশী ভালবেসে যত্নে লালন পালন করছে।

বরং পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে - এ দেশ নামক সন্তানতাকে - সন্তানের সব চেয়ে বড় শত্রুর হাতে বুঝিবা আমরা সমর্পন করে দিয়েছি - যে প্রতিজ্ঞা করেছে - দেশ নামক এ সন্তানকে ধ্বংশ করবেই করবে। এমতাবস্থায় ঐ ধ্বংশ কারীনীর হাত হতে কি আপনি আপোষে এ দেশকে রক্ষা করতে পারবেন?

আমার মনে হয় - সে সময় ক্ষেপন - ইতোমধ্যে সন্তানটা আই সি ইউতে পৌছে গেছে - আপনি আরো সময় নিলে - ওটার লাশ বই অন্য কিছু পাবার সম্ভাবনা কম। এ অবস্থায় এ খুনী বিমাতার কাছ হতে সন্তান উদ্ধারের জন্য চাই পুলিশি টাইপ এ্যাকশান - যা হবার নয়।

ধন্যবাদ লিখার জন্য। আজ কোটি কোটি মানুষের বুক ফাটছে - কিন্তু তারা অক্ষম - কারন আমাদের জন্য যথার্থ কর্ম নির্দেশ নেই। যেখানে এখন দরকার অপারেশান করার - সেখানে নির্দেশ আসে ঝাড় ফুঁকের। সো মরন শিউরে এসে দাড়িয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File