জাফর ইকবাল ষাঁড় বলছি....
লিখেছেন লিখেছেন Medha ২৩ জানুয়ারি, ২০১৪, ০৩:২৭:১৬ দুপুর
তোমরা যারা আমার মেয়েকে নিয়ে জানতে আগ্রহীঃ
আমার মেয়ে ইয়েসিম ইকবাল। খুব অশান্ত, চঞ্চল, চট পটে স্বভাবের একটি মেয়ে। ওর এই চপলতার পিছনে কারণ হিসাবে অবশ্য নিজেকেই মনে করি।
কারণ,আমি ওকে স্বাধীনভাবে বড় হতে শিখিয়েছি। দিয়েছি সব বিষয়ে পূর্ণ স্বাধীনতা।
"মহল" শব্দ থেকে মহিলা শব্দের আবির্ভাব। পূর্বে নারী থাকত বন্দী মহলের কোনায় এখন থাকে বোরকার ভিতর। তাহলে সে জগতকে কি দেখবে, কি শিখবে, নিজেকেই বা কতটুকু প্রকাশ করতে পারবে!
আমি চেয়েছি, ইয়েসিম বেড়ে উঠুক নিজের মত করে। উপভোগ
করুক নিজ তারুণ্য। হয়ত আমার দেয়া এই স্বাধীনতায় ইয়েসিম চলার পথে অনেক ভুল করবে। কিন্তু সেই ভুল থেকেই সে পাবে সামনে চলার দ্বীক্ষা।
হে তরুন, তোমরা মনে রাখবে," দাগ নেই তো শিখাও নেই"
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য আপনার....
মন্তব্য করতে লগইন করুন