মুসলমানদের 'বড়' দিন।
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১১ অক্টোবর, ২০১৩, ০৫:৫৮:২৮ বিকাল
আমরা জানি, খৃষ্টমতালম্ব্বীদের বাৎসরিক উৎসব ক্রিসমাসকে আমরা বাংলায় 'বড়দিন' বলি।
কিন্তু মুসলমানদের আবার বড় দিন আছে বলে তো শুনিনি আমরা।
ঠিক। আমাদের কোন বড় দিন নেই। তবে, আমাদের আছে একটা মহা 'বড়' দিন, যেদিনটা হলো সারা বছরে সব দিনের চেয়ে উত্তম দিন। এ দিনে এতো বেশী মুসলমানকে ক্ষমা করা হয় এবং জান্নাতের যোগ্য হিসাবে কবুল করা যা অন্য কোন দিনে করা হয় না।
এই দিনটা হলোঃ জিলহাজ্জ মাসের নয় তারিখ; আরাফার দিন।
মুসলমানদের বড় রাত হলো রমজান মাসের লাইলাতুল ক্বাদর। আর বড় দিন হলো আরাফার দিন। আগামী সপ্তাহেই তা আসছে। যারা হজ্জে নেই, তারা যেন এই দিনে রোজা রাখার চেষ্টা করি। কারণ এই এক দিনের রোজায় বিগত ও আগামী দুই বছরের গোনাহ মাফ করে দেওয়া হয়।
---------- আগের লেখা ছিলোঃ নতুন ব্লগারদের জন্যে ব্লগিং ও কমেন্টিং এর ১০টি টিপস
বিষয়: সাহিত্য
১৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন