চরম সত্য মু উমর ফারুক
লিখেছেন লিখেছেন সাময়ীক ১১ অক্টোবর, ২০১৩, ০৬:১৬:৫১ সন্ধ্যা
চোখ বন্ধ করলে ভালহতো কিন্তু তুমিত পড়তে পারবে না সুতরাং মনযোগ দিয়ে পড়।
মনে কর তুমি আজ মারা গেলে ! এ সংবাদ দ্রুত চার দিকে ছড়িয়ে পড়ল তোমার সব আত্বীয়-স্বজনরা তোমার শেষ বিদায়ের কথা শুনে তাড়াতাড়ি তোমার বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হল। এ দিকে তোমার বাড়ীর সবাই কান্নার রোল পেলেদিলো,তোমার জননী বেহুস,কেউ কেউ কাফনের কাপড় আনার জন্য গেল আবার কেউ বাঁশ কাটতে গেল, কেউ বা গরম পানির ব্যবস্থা করতেছে।সব আয়োজন সম্পন্ন সবাই শেষ বারের মত দেখে নিল,সবাই প্রস্তুত জানাযা দেওয়ার জন্য।জানযা শেষ তোমাকে খাটে তুলে নিল চল্লিশ কদম শেষ করে নিয়ে গেল চিরস্থায়ী বাড়ীতে। দুজনে তোমাকে হাতে ধরে কবরে নামিয়ে দিল উপরে বাঁশ আর কলার পাতা দিয়ে ঢেকে দিল তার পর মাটি দিল। এরপর শেষ বারের মত তোমার মাগফেরাত কামনা করে বাড়ীতে ফিরে যাচ্ছে। এখানে শুধু তুমি একা এই অন্ধকার কবরে,এতো বড়,বিশাল বাড়ীতে তুমি কি করবে তখন?
কী খুব অবাক লাগছে তাই না তবে এটাই চরম সত্য তোমার আর আমার জীবনে।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন