শ্যামল বাংলা

লিখেছেন লিখেছেন সাময়ীক ১১ অক্টোবর, ২০১৩, ১২:৪৩:২৫ রাত

আমাদের প্রিয় মাতৃ ভূমি কত সন্দর,চার দিকে সবুজ আর সবুজের সমারহ-।গাছে গাছে পাখির কলরব ডাকে কি এক ছন্দ ক্লান্ত দুপুরে কোকিলের ডাক আর গভীর রাতে ডাহুকের ডাক তোমরা কি ভূলে গেলে। নানান রকম ফুলে ফুলে ভ্রমর ও মৌমাছি উড়ে বেড়ায় মাঝে মাঝে ছোট ছোট পাখিরাও আসে পোকামাকড় খেতে।আর ছোট ছোট আঁকা বাঁকা নদী আমার জন্মভূমিকে দিয়েছে অন্যরকম মাত্রা. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমি। আর তাই কবি আহসান হাবিব বলেছিলেন "মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি" আচ্ছা তুমি বলত শেষ কবে নাগাদ তুমি হলুদ পাখি দেখেছো জানি আমার মত হতভাগা যারা প্রবাসে তারা হয়ত পাঁচ বছরেও দেখনি তবে যারা দেশে আছো তারা যে দেখেছো হলফ করে বলতে পারবে না কারন যে হারে বন বা গাছ পালা নিদন করা হচ্ছে তাতে না দেখার ই কথা। আমাদের বুঝা উচিৎ যে চার ঘন্টা বিদ্যুৎএর চেয়ে এক মিনিট মুক্ত বাতাস অনেক বেশী জরুরী তাই সরকারের প্রতি আমার আবেদন রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিন।জনগনের জন্য ই তো সরকার দক্ষিন অঞ্চলের জনগনের দাবি মেনে নিন। মনে রাখবেন আধুনিকতাই মানুষে অন্তিম তৃপ্তি নয় অন্তিম তৃপ্তি আসবে মাটিতে,আধুনিকতা দিয়ে অন্য একটি বিদ্যৎ কেন্দ্র খোলা যাবে কিন্তু সন্দরবন তৈরি করা যাবেনা।

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File