নতুন ব্লগারদের জন্যে ব্লগিং এবং কমেন্টিং এর ১০ টি টিপস
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৯ অক্টোবর, ২০১৩, ০৪:০১:১৫ বিকাল
যুগ পাল্টাবার সাথে সাথে মানুষের চিন্তাধারা ও জীবন ধারাও পালটায়। যেমন ধরুণ আগে পত্রিকায় লেখা দিয়ে সম্পাদকের করুণার ওপর তাকিয়ে থাকতে হতো। নজরুল -রবীন্দ্রনাথ সহ সবার এই অভিজ্ঞতা হয়েছিলো।
এখন ইলেকট্রনিক যুগে মানুষের মত প্রকাশের অনেক স্বাধীনতা ও সুযোগ এসেছে। ব্লগিং হলো এর অন্যতম।
ব্লগিং করে সবাই চান তার লেখাটা লোকে পড়ুক এবং মন্তব্য করে জানাক যে পাঠকরা আপনার লেখা পড়ে কি ভাবছেন।
ব্লগিং এর কিছু সাধারণ বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবেঃ
১- লেখা হতে হবে খুব প্রিসাইস;
২- শিরোনাম হতে হবে আকর্ষনীয়;
৩- ব্লগিং ব্যক্তিগত হলেও উপস্থাপনায় তা নৈর্বক্তিকতায় পৌঁছাতে হবে;
৪- ভাষা হতে হবে বিষয়ের সাথে নিবিড় সম্পর্কিত (রাজনৈতিক লেখার ভাষা আর রোমান্টিক লেখার ভাষা হবে আলাদা);
৫- লেখায় কিছু নতুনত্ব থাকতে হবে; বিষয়ে অথবা ভাবনায়। একটা উদাহরণ দেই এখানেঃ আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে লিখতে চাই। এটা একটা পুরানো বিষয়। কিভাবে এটাকে নতুন পোশাকে নিয়ে আসবেন? অনেক ভাবে করা যায়। আমি হয়ত একটা শিরোনাম দিব এভাবে- 'মুসলমানদের আল্লাহর দরকার নেই' একটা ভয়াবহ শিরোনাম। এটা পড়লেই যে কোন মুসলমানের রক্ত গরম হয়ে যাবে। কিন্তু এটাকে নির্ভর করে আল্লাহর অস্তিত্ব বিষয়টাকে আমি একটু ভিন্ন কায়দায় উপস্থাপন করতে পারি। (তবে, আজকে নয়। কিভাবে? অপেক্ষায় থাকুন)।
৬- একজন ব্লগার হিসাবে আপনার একটা নিজস্বতা তৈরী করতে হবে। যেমনঃ ব্লগার রেহনুমা একজন সামাজিক বিষয়কে ব্লগার। হাসান একজন রাজনৈতিক ব্লগার, আফরোজা ও আরোহী পারিবারিক বিষয়ক ব্লগার, সালাম আজাদী একজন ইসলামি মুভমেন্ট বিষয় ব্লগার। (ডঃ আবুল কালাম আজাদ কোন বিষয়ের ব্লগার?)
এতে আপনার এক শ্রেনীর পাঠক তৈরী হয়ে যাবে।
৭- পাঠক ও কমেন্টকারীদের সম্মান করে তাদের রুচির দিকেও তাকাতে হবে। একেক ব্লগের একেক চরিত্র থাকে। এটা বুঝতে হবে।
৮- ব্লগারকে হতে হবে একজন ব্লগার; শিক্ষক নয়। আপনি যদি মনে করেন আপনার অনেক পান্ডিত্য আছে এবং এখানে যারা আছেন তারা সবাই আপনার ছাত্র/ছাত্রী তাহলে আপনি বাজার হারাবেন।
৯- বিষয় লম্বা হলে পর্বে পর্বে ভাগ করে লিখতে হবে। মনে রাখতে হবে- আমরা দিনে তিনবার খাই। এক সাথে তিন বেলার খাবার দিলে বদ হজম হবে।
১০- কমেন্টিং বিষয়ে অন্য পর্বে লেখা হবে ইনশাআল্লাহ।
==== আগের লেখাঃ 'সাদা পোষাকী ওলীর' সাক্ষাৎ
বিষয়: সাহিত্য
১৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন