কোথায় ঐক্য!! কোথায় একতা!!!
লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৯ অক্টোবর, ২০১৩, ০৩:৩২:১১ দুপুর
একতাই শক্তি!
ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল!!
দশের লাঠি একের বোঝা!!!
এ বাক্যগুলো মুখস্ত নেই এমন লোক বাংলার মাটিতে নাই বললেই চলে। থাকলেও গুটি কয়েক! কিন্তু বাস্তবে আমরা এগুলো কতটা পালন করি বা বাস্তব জীবনে কাজে লাগাই। এ সকল নীতিবাক্যগুলো আমরা কেবল পুথিঁগত বিদ্যার মতই মুখস্ত বা ঠোটস্থ করে রেখেছি। হয়ত এজন্যই বলা হয় “পুথিঁগত বিদ্যা পরহস্তের ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন”।
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ। জনসংখ্যার দিক থেকে বিশ্ব মুসলিমের দরবারে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের দিকে। দেশের মোট জনসংখ্যা প্রায় ৯০ ভাগ মুসলমানের মধ্যে প্রায় ৯৫-৯৮ভাগই ধর্মভীরু। বাস্তব জীবনে ধর্ম-কর্ম পালন না করলে অন্তরে ইমানকে লালন করে। যে কারণে ইসলামের ব্যাপারে তারা কোন ছাড় দিতে রাজি হয়না।
আবার এ ৯৫-৯৮ভাগ ধর্মপালনকারীর মধ্যে অধিকাংশই নিজ জ্ঞানে পুরোপুরি ধার্মিক। হয়তো সঠিক শিক্ষার অভাবে প্রকৃত ইসলাম থেকে দূরে। ইসলাম জ্ঞান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ক্রুটিপূর্ণ আমলগুলো হয়তো আল্লাহ ক্ষমাশীল হিসেবে কবুল করে নিতে পারেন। ওটা আবার ফতোয়া বা মুফতিদের ব্যাপার তাই ওদিকে গেলামনা।
যদি এই মুসলিম পূর্ণ দেশে সবচেয়ে বেশি উপকৃত বা সুবিধাভোগী কারা প্রশ্ন করলে দেখা যাবে অ-মুসলিম তথা হিন্দু সহ অন্যান্য ধর্মের লোকগুলো।
আর নির্যাতনের শিকার কারা তা বিচার করলে দেখা যায় ধার্মিক লোকগুলো। ব্যক্তিগতভাবে একজন কট্টর কমিউনিস্টকে যদি কোন ধার্মিক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেন সে একবাক্যে বলবে ব্যক্তি হিসেবে ভাল তবে সেকেলের চলাফেরা অথবা বলবে মৌলবাদী।
কিন্তু এমনই একটা প্রশ্ন যদি আরেকজন ধার্মিককে করেন তখন কিন্তু এমন সহজ উত্তর পাবেননা। উনি প্রমাণ করতে চেষ্টা করবেন বা প্রমাণ করবেন যে উনি প্রকৃত ধার্মিক নয়, উনার ইসলাম ইসলাম নয়, উনি পথভ্রষ্ট, উনি ইসলামের গন্ডি থেকে বহিস্কৃত। আবার কখনো কখনো কাফির পর্যন্ত ঘোষণা দিয়ে দিবেন। দেখা যাবে উনার দৃষ্টিতে উনি বা উনার মতের সমর্থক ছাড়া বাকি সবাই গোমরাহ। এভাবে বাংলাদেশের মুসলমানরা বিভক্ত।
ইসলামী সংগঠন বা দলগুলোকে যদি একাতবদ্ধের উপর কোরআনের আয়াতগুলো শোনান (আল ইমরান ১০৩, শু’রা ১৩ .. ), রাসুল সা: থেকে প্রমাণিত হাদিসগুলো নজরে আনেন তারা সম্মানের সহিত গ্রহণ করে কিন্তু ব্যাখ্যা করবে নিজের মত। যে কারণে বাংলাদেশের মুসলমানরা তথা ইসলামী সংগঠনগুলো দীর্ঘদিন মার খাচ্ছে গুটি কয়েক নাস্তিক বা বিধর্মীদের হাতে। অথচ তারা যদি নিজের ছোটখাট মতভেদগুলো নিজেদের কাছে রেখে ঐক্য স্থাপন করে তবে তাদেরকে কেউ একবার ধমক দেয়ার আগে পেছন পালানোর রাস্তা দেখবে শতবার।
বাংলাদেশের প্রায় সকল ইসলামী দলই অনৈসলামিক দল যারা রাসুল সা: এর আদর্শের চাইতে অন্য কোন ব্যক্তি তথা নেতার আদর্শকে শ্রেষ্ঠ মনে করে তাদের সাথে মৌখিক বা লিখিত তথা স্থায়ী চুক্তিতে (ঐক্যবদ্ধ) আবদ্ধ।
কোরআনের চাইতে অন্য কোন বিধানে দেশ তথা পৃথিবীতে শান্তি আসতে পারে বলে বিশ্বাস করে এমন দলের সাথে ঐক্য করতে পারে কিন্তু একই মতবাদে বিশ্বাসী ইসলামী দলের সাথে ঐক্য করতে পারেনা। বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মুসলমানদের জন্য এর চেয়ে দূর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে?
যে ইসলাম পৃথিবীতে ধনী-গরীব, সাদা-কালো, আরব-ননআরব ব্যবধান মিটিয়ে দিয়েছে প্রায় পনের শত বছর পূর্বে সেই ইসলামকে বুকে ধারণ করেই আমরা বিভাজনে মত্ত। আল্লাহ আমাদের ক্ষমা করুক, রহম করুক, আর ছোট-খাট মতভেদগুলো দূরে রেখে একতাবদ্ধ হওয়ার তাওফিক দিক, আমিন।
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন